Wednesday, January 21, 2026
HomeScrollব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
Barrackpore

ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ডঃ সম্রাট তপাদার

ওয়েবডেস্ক- ব্যারাকপুরের (Barrackpore) নোনা চন্দনপুকুর (Nona  Chandanpukur) মন্মথনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ে (Manmathanath High School For Girls) আয়োজিত SIR শুনানি (SIR Hearing) কেন্দ্র ঘিরে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়ায়। অসুস্থ, প্রবীণ নাগরিক ও সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে—এই অভিযোগ তুলে কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় দে (Trinamool Congress leader Sanjay Dey)

গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ডঃ সম্রাট তপাদার। তিনি অভিযোগ করেন, বিজেপির অঙ্গুলিহেলনেই সাধারণ মানুষকে এভাবে হেনস্তার মুখে পড়তে হচ্ছে। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনিক প্রক্রিয়াকে ব্যবহার করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

আরও পড়ুন- অফিসে আপত্তিকর কাজ, IPS অফিসারকে সাসপেন্ড করল সরকার

যদিও তৃণমূলের এই অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, নিয়ম মেনেই SIR শুনানি চলছে এবং অকারণে বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে

Read More

Latest News