ওয়েব ডেস্ক: রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) এবং আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) অভিনীত ‘থামা’ (Thamma) বক্স অফিসে এক সপ্তাহ পূর্ণ করল। আর এর সঙ্গে সঙ্গেই ছবিটি আরও কিছু নতুন রেকর্ড তৈরি করেছে। ৭ দিনে কত আয় করল রশ্মিকা-আয়ুষ্মানের ছবি? দেখে নেব
রশ্মিকা মন্দনা এবং আয়ুষ্মান খুরানা অভিনীত ‘থামা’ বক্স অফিসে (Thamma Box Office Collection) জমিয়ে ব্যাটিং করেছে। নতুন রেকর্ড তৈরি করেছে। ভারতীয় বক্স অফিসের কথা বলতে গেলে, গত মঙ্গলবার মুক্তিপ্রাপ্ত ‘থামা’র প্রথম দিনের কালেকশন ছিল ২৪ কোটি টাকা। এটা এখনও পর্যন্ত এর সর্বোচ্চ একদিনের আয়। এর অর্থ ‘থামা’ এখনও পর্যন্ত প্রথেম দিনের থেকে বেশি আয় করতে পারেনি। মোট আয়ের কথা বলতে গেলে, বিশ্বব্যাপী কালেকশনের দিক থেকে এই ছবিটি ১০০ কোটি গণ্ডি পেরিয়ে গিয়েছে। ‘থামা’ মোট আয়ের দিক থেকেও আরও একটি রেকর্ড তৈরি করেছে। এটা আয়ুষ্মান খুরানার ১২তম ১০০ কোটি আয়ের ছবি।
আরও পড়ুন:ক্যাজুয়াল লুকে ছক্কা হাঁকাচ্ছেন ইশা, কেমন লুকে ধরা দিলেন অভিনেত্রী?
অন্য খবর দেখুন







