Wednesday, November 5, 2025
HomeScrollএকই এপিক নাম্বারে দুই ভোটার! চাঞ্চল্য শীতলকুচিতে
Sitalkuchi

একই এপিক নাম্বারে দুই ভোটার! চাঞ্চল্য শীতলকুচিতে

কারচুপির অভিযোগ স্থানীয়দের, তদন্তে পুলিশ

রবিউল হোসেন, কোচবিহার: একই ভোটার কার্ড (Voter Card) নিয়ে দুই ব্যক্তির দ্বন্দ্ব, ঘটনাস্থলে পুলিশ। বুধবার এমনই ঘটনার চিত্র দেখা গেল শীতলকুচি (Sitalkuchi)  ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত বড় গদাইখোঁড়া এলাকায়।

জানা যায়, এসআইআর এর আবহে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে আর সেই পরিপ্রেক্ষিতে ভোটার তালিকা অনুযায়ী। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলও (BLO) এর মাধ্যমে বাড়ি বাড়ি ফর্ম ফর্ম পৌছে দেওয়া হচ্ছে। এই সময়ে দেখা যাচ্ছে স্থানীয় এক যুবকের নাম মেহেবুব আলম তার এই ২০২৫ সালের আগে ভোটার লিস্টে নাম আছে। নাম থাকা সত্ত্বেও সেই নামের জায়গায় বাবার নাম গরমিল রয়েছে সঙ্গে ছবি। সেটাই যাচাই করতে গিয়ে দেখা যায়। একই এপিক নাম্বারে অন্য এক ব্যক্তির ছবি রয়েছে সঙ্গে বাবার নামও পরিবর্তন হয়েছে। তবে দুজনের ব্যক্তির নাম মেহেবুব আলম।

আরও পড়ুন-  তৃণমূল বুথ সভাপতির বাড়ি বসেই ফর্ম বিতরণ BLO-র! চাঞ্চল্য

কিন্তু স্থানীয়দের বক্তব্য ভোটার তালিকায় নতুন যে ছবিটি রয়েছে সেই ছবির ব্যক্তি বাংলাদেশ থেকে আসে এবং কারচুপি করে এপিক নম্বর ঠিক রেখে বাপের নাম ও ছবি পরিবর্তন করে দেয়। এই ঘটনায় জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে মানুষ জড়ো হয় এবং চাঞ্চল্য তৈরি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার (Shitalakuchi police stationপুলিশ এবং অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News