Tuesday, September 2, 2025
HomeScrollডায়েট ভুলে গণেশ পুজোয় কী খেলেন আলিয়া? দেখুন

ডায়েট ভুলে গণেশ পুজোয় কী খেলেন আলিয়া? দেখুন

সঙ্গী শাশুড়ি নিতু কাপুর

ওয়েব ডেস্ক: বলিউডের ‘দুষ্টু-মিষ্টি’ নায়িকা আলিয়া ভাট (Alia Bhatt)। মা হওয়ার পরেও ফিটনেসে (Fitness) একটুও ফাঁকি দেননি নায়িকা। মেনেছেন কঠোর ডায়েট (Strict Diet)। তাইতো রাহার ‘কিউট মমের’ লাস্যময়ী ফিগারে ঘায়েল হয় অনুরাগীরা। তবে এবার নায়িকার ডেলি ডায়েটে বাঁধ সেধেছেন স্বয়ং সিদ্ধিদাতা। গণেশ পুজোর (Ganesh Puja) একগুচ্ছ ছবি স্যোশাল মিডিয়ায় (Social Media) পোস্ট করতেই ধরা পড়ে গেলেন নায়িকা। ডায়েট ভুলে হাতে তুলে নিয়েছেন এই খাবার! বাপ্পার কোন ভোগে ভাগ বসালেন নায়িকা?

অভিনয় আর রূপ এই দুইয়ের জাদুতেই অনুরাগীদের ঘায়েল করেন আলিয়া। অভিনেত্রীর রোজের সঙ্গী কঠোর ডায়েট ও শরীরচর্চা! ফেস্টিভ সিজেনে (Festive Season) কখনও সর্ট ড্রেস আবার কখনও কান চলচ্চিত্রে শাড়ির আঁচল উড়িয়ে অনুরাগীদের মনে ঝড় তুলেছেন অভিনেত্রী। তবে এবার ডেলি ডায়েট থেকে নিজেকে ছুটি দিলেন নায়িকা। বাপ্পার আরাধনায় মেতেছেন আলিয়া। লোভ সামলাতে না পেরে, ভোগের থালা থেকে মোদক মুখে পুরলেন অভিনেত্রী।ভাঙলেন রোজের ডায়েট!

 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

আরও পড়ুন: শ্রীদেবীর ব্লকবাস্টার ছবির রিমেকে থাকছেন কন্যা জাহ্নবী!

উৎসবের মরশুমে ছিমছাম পোশাক ও হালকা সাজে নিজেকে সাজিয়ে তুলেছেন নায়িকা। সঙ্গী শাশুড়ি নিতু কাপুর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন নায়িকা। নায়িকার পরনে সিল্কের সবুজ কুর্তি আর কানে ভারী ঝুমকো। বাপ্পার সামনে দাঁড়িয়ে শাশুড়ি ও বৌমা মিষ্টি মুখে পোজ দিয়েছেন। নায়িকার হাতে আধ খাওয়া লোভনীয় মোদক। ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা, আশীর্বাদ আর মোদক’। অন্য একটি ছবিতে নায়িকাকে দেখা গিয়েছে ঝলমলে শাড়িতে। গোলাপি রঙের শাড়ি আর সোনালী গয়নায় ‘দেশি গার্ল’ লাগছে অভিনেত্রীকে। সব মিলিয়ে, পুজোর আমেজে হট আলিয়া হয়ে উঠেছেন ‘ঘরের বৌমা’।

দেখুন অন্য খবর 

Read More

Latest News