Sunday, January 25, 2026
HomeScrollকেন প্রতি বছর ২৬ জানুয়ারিতেই প্রজাতন্ত্র দিবস?
Republic Day 2026

কেন প্রতি বছর ২৬ জানুয়ারিতেই প্রজাতন্ত্র দিবস?

জানুন ভারতের গণতান্ত্রিক যাত্রার ইতিহাস

ওয়েব ডেস্ক: প্রতি বছর ২৬ জানুয়ারি ভারত জুড়ে পালিত হয় প্রজাতন্ত্র দিবস (Republic Day 2026)। এই দিনটি শুধু একটি জাতীয় উৎসব নয়, বরং ভারতের গণতান্ত্রিক আত্মপ্রকাশের স্মারক। ১৯৫০ সালের এই দিনেই কার্যকর হয় ভারতের সংবিধান, যার মাধ্যমে দেশটি একটি সার্বভৌম, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে।

যদিও ভারত স্বাধীনতা লাভ করে ১৫ আগস্ট ১৯৪৭ সালে, কিন্তু তখনও দেশ পরিচালিত হচ্ছিল ব্রিটিশ আমলের আইনের ভিত্তিতে। স্বাধীনতার পূর্ণতা আসে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি, যখন দেশ নিজস্ব সংবিধান অনুযায়ী শাসিত হতে শুরু করে।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবস বনাম স্বাধীনতা দিবস, দুই দিনের পার্থক্য কোথায়?

তবে ২৬ জানুয়ারিকে বেছে নেওয়ার পিছনে রয়েছে আরও গভীর ঐতিহাসিক তাৎপর্য। ১৯৩০ সালের এই দিনেই লাহোর অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস ‘পূর্ণ স্বরাজ’-এর ঘোষণা করে। ব্রিটিশ শাসনের অধীনে ডমিনিয়ন স্ট্যাটাস নয়, সম্পূর্ণ স্বাধীনতার দাবিই ছিল সেই ঘোষণার মূল কথা। সেই থেকেই ২৬ জানুয়ারি স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে।

স্বাধীনতার পর দেশ বিভাজন, ভাষা, ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যেও একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার চ্যালেঞ্জ ছিল ভারতের সামনে। এই লক্ষ্যেই গঠিত হয় সংবিধান সভা, যার খসড়া কমিটির নেতৃত্বে ছিলেন ড. বি আর আম্বেদকর। প্রায় তিন বছরের পরিশ্রমে তৈরি হয় বিশ্বের অন্যতম দীর্ঘ ও বিস্তারিত সংবিধান।

২৬ জানুয়ারি ১৯৫০-এ সংবিধান কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ভারত ব্রিটিশ শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রপতির নেতৃত্বে পরিচালিত একটি প্রজাতন্ত্রে পরিণত হয়।

আজও প্রজাতন্ত্র দিবসে কর্তব্য পথে কুচকাওয়াজ, রাজ্যগুলির ট্যাবলো ও সেনাবাহিনীর শৌর্য প্রদর্শনের মাধ্যমে দেশের ঐক্য ও বৈচিত্র্য তুলে ধরা হয়। এই দিনটি মনে করিয়ে দেয়—স্বাধীনতা অর্জনের পাশাপাশি সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করাই একজন নাগরিকের প্রধান দায়িত্ব।

Read More

Latest News