ওয়েব ডেস্ক: মেগা নিলামের টেবিল থেকে প্রাক্তন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) তুলে নিয়েছিল পঞ্জাব কিংস (Punjab Kings)। এবার তাঁর হাতেই তুলে দেওয়া হল দলের ব্যাটন। জনপ্রিয় টেলিভিশন শো ‘বিগ বস’-এর (Big Boss) মঞ্চে সলমন খান (Salman Khan) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন। পঞ্জাব কিংস দলের মালিক এবং বলিউড তারকা প্রীতি জিন্টাও (Preity Zinta) সলমনের সঙ্গে উপস্থিত ছিলেন। দলের প্রথম আইপিএল (IPL) ট্রফি আনার লক্ষ্যে শ্রেয়সকে অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে বলে ঘোষণা করেন তিনি।
???? ????, ?????? ???? ??! ??#SherSquad, how excited are you to see Shreyas Iyer as our captain? ©️#ShreyasIyer #SaddaPunjab #PunjabKings pic.twitter.com/Y7u266jCOU
— Punjab Kings (@PunjabKingsIPL) January 12, 2025
গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়স। তবে চলতি বছরের আইপিএলের নিলামে কেকেআর তাঁকে ছেড়ে দেয়। পঞ্জাব কিংস নিলামে রেকর্ড ২৬.৭৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়ে আসে। এবার শ্রেয়সকে দেওয়া দামের অর্থ স্পষ্ট করে দিল পঞ্জাব।
আরও পড়ুন: পিঠের ব্যথায় কাবু বুমরা, বাদ পড়বেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও?
অধিনায়ক হওয়ার পর শ্রেয়স বলেন, “দল আমার উপর যে ভরসা রেখেছে, সেটা আমার কাছে অত্যন্ত গর্বের। আমি কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি। আমাদের দলে তারুণ্য এবং অভিজ্ঞতার দুর্দান্ত মিশেল রয়েছে। আমি চেষ্টা করব এই ভরসার প্রতিদান দিতে এবং পঞ্জাব কিংসকে প্রথম আইপিএল ট্রফি এনে দিতে।”
??????? ???? ➡️ ??? ?????? ???! ©️♥️#CaptainShreyas #SaddaPunjab #PunjabKings pic.twitter.com/EFxxWYc44b
— Punjab Kings (@PunjabKingsIPL) January 12, 2025
এদিকে শ্রেয়সের অধিনায়কত্ব নিয়ে আশাবাদী কোচ রিকি পন্টিংও (Ricky Ponting)। তিনি বলেন, “শ্রেয়সের ক্রিকেট সম্পর্কে জ্ঞান এবং অধিনায়কত্ব করার দক্ষতা অসাধারণ। আমি অতীতেও তাঁর সঙ্গে আইপিএলে কাজ করেছি এবং সেই অভিজ্ঞতা উপভোগ করেছি। এই বছর পঞ্জাব কিংসের দল খুবই প্রতিভাবান। শ্রেয়সের নেতৃত্বে আমরা বড় কিছু অর্জন করতে পারব বলে আশা রাখি।”
দেখুন আরও খবর: