Wednesday, January 21, 2026
HomeScrollছয় কেজি গাঁজা সহ গ্রেফতার ৩

ছয় কেজি গাঁজা সহ গ্রেফতার ৩

বারাবনি: গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ছয় কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করল বারাবনি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোরান্ডি অজয় নদী ঘাট যেতে বিন্দুডি মোড়ের কাছে নলা ঝাড়খণ্ড দিক থেকে আসা একটি পালসার মোটর সাইকেলে তিনজন ব্যক্তিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায়। তাদের ব্যাগ থেকে প্রায় ছয় কেজি গাঁজা উদ্ধার হয়।
আরও পড়ুন: পাম্পের জলে ক্ষতিকর ব্যাক্টেরিয়া! হু হু করে ছড়াচ্ছে জন্ডিস
ধৃতদের নাম অভয় বাউরি ও গণেশ রায়। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের নলা থানার বাসিন্দা। তাদের গ্রেফতার করে বারাবনি থানার পুলিশ। তবে এত গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত করছে পুলিশ। তবে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, পাঁচ কেজি ৮০০গ্রাম এই গাঁজার পরিমাণ। ধৃতদের আজ আসানসোল আদালতে তোলা হয়।তদন্ত সাপেক্ষে সাতদিনের পুলিশি হেফাজতে দেওয়া হয়।
দেখুন আরও খবর:

Read More

Latest News