Tuesday, October 7, 2025
spot_img
HomeScrollস্বস্তিকার বোল্ডনেসে কুপকাত ভক্তরা, তন্বীরাও হিংসা করবেন

স্বস্তিকার বোল্ডনেসে কুপকাত ভক্তরা, তন্বীরাও হিংসা করবেন

কলকাতা: টলিপাড়ায় ঠোঁটকাটা বলেই পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। যেটা যথন মনে আসে, সেটাই বলে দেন অভিনেত্রী। তাঁর অকপট ও নির্ভীক ব্যক্তিত্বের জন্য স্বস্তিকার প্রেমে পড়েন অনুরাগীরা। স্বস্তিকার বোল্ডনেসে আঠারো তন্বীরাও হিংসা করেন। ৪০ পেরোলেও অভিনেত্রীকে দেখে তা কোনওভাবেই বোঝার উপায় নেই। অভিনেত্রীকে দেখা গেল কালো টুপিস ড্রেসে। তাঁর দিক থেকে চোখ ফেরানোর দায়। দেখে নেব অভিনেত্রীর সাজের ঝলক।

সোজা কথা প্রকাশ্যে বলতে সংকোচ বা দ্বিধা কোনওটাই করেন না ৷ ট্রোলড নামক বিষয়বস্তুকেও তোয়াক্কা করেন না ৷ ছকভাঙা জীবনে অভ্যস্ত স্বস্তিকা। আর এখানেই সকলের থেকে তাকে আলাদা করে। বোল্ড ব্যক্তিত্ব ও খোলামেলা ড্রেসিংয়ের জন্য সবসময়ই শিরোনামে থাকেন তিনি। যে কোনও পোশাকেই নিজেকে এত সুন্দর করে মেলে ধরেন। এবার কালো শাড়িতে নিজেকে মেলে ধরেছেন তিনি। এই ছবি ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। একটি কালো ডিপকাট ক্রপচপ ও প্যান্ট সঙ শাড়ি পরেছেন স্বস্তিকা। সঙ্গে সাদা ওভার সাইজ জ্যাকেট।ব্লাউজ। কী চমৎকার দেখাচ্ছিল তাঁকে। একইভাবে প্রকাশ পেল তাঁর বোল্ডনেসও! অভিনেত্রীর আবেদনময়ী চোখের দৃষ্টিতে মন হারিয়েছেন পুরুষ ভক্তরা।

Read More

Latest News