মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলায় (Bhagwangola) গাঁজা সহ গ্রেফতার ২ মাদক পাচারকারী (Drug Traffickers) । ধৃতদের নাম নবকুমার সরকার ও ষষ্ঠী মন্ডল। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৪ কেজি ৫৯০ গ্রাম গাঁজা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ভগবানগোলার SDPO উত্তম গড়াইর নেতৃত্বে ভগবানগোলা থানার পুলিশ কালুখালী ইন্দ্র ঘোষের বাগান এলাকায় নবকুমার সরকার নামের ব্যক্তিকে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার হয় ২৪ কেজি ৫৯০ গ্রাম গাঁজা।
আরও পড়ুন: অডিও ক্লিপের কণ্ঠস্বরের সঙ্গে বীরেন সিংয়ের ৯৩ শতাংশ মিল!
ধৃতদের একজনের বাড়ি রাণীনগর থানা এলাকায় ও অপর জনের বাড়ি জিয়াগঞ্জ থানা এলাকায়। ধৃতের সঙ্গে আর কে কে জড়িত জানতে সাত দিনের পুলিশ জেফাজতের আবেদন রেখে আজ দুজনকেই বহরমপুরে NDPS বিশেষ আদালতে তোলা হবে।
দেখুন অন্য খবর: