Tuesday, October 7, 2025
spot_img
HomeScrollমহাকুম্ভের শেষ লগ্নে ৩০.৯৪ লক্ষ ভক্তের পবিত্র সঙ্গমে স্নান

মহাকুম্ভের শেষ লগ্নে ৩০.৯৪ লক্ষ ভক্তের পবিত্র সঙ্গমে স্নান

নয়া দিল্লি: বর্তমানে আলোচনার কেন্দ্রে উত্তরপ্রদেশের কুম্ভমেলা (Mahakumbh 2025)। কোটি কোটি ভক্ত পুণ্যের আশায় প্রয়াগরাজের পবিত্র সঙ্গমে আসেন পুণ্যলাভের আশায়। মহাকুম্ভের শেষদিন ২৬ ফেব্রুয়ারি। আমজনতার পাশাপাশি বহু সেলিব্রিটি ও পর্যটকরা গঙ্গায় পুণ্যস্নান করতে আসছেন। তালিকায় বাদ নেই টলি ইন্ডাস্ট্রিও। বহু তারকা সেখানে করছেন।

আরও পড়ুন: ফের মর্মান্তিক দুর্ঘটনার কবলে মহাকুম্ভের পুণ্যার্থীরা

বুধবার মহাকুম্ভে সকাল ৮টা পর্যন্ত, ৩০.৯৪ লক্ষ ভক্ত পবিত্র সঙ্গমে স্নান করেছেন। এদিন স্নানের পর শ্রী রাম জন্মভূমি মন্দিরে পুজো দিতে অযোধ্যায় ভিড় করেন ভক্তরা। স্নান করে রামলালার দর্শনের জন্য অযোধ্যায় আসছেন ভক্তরা।

দেখুন আরও খবর:

Read More

Latest News