Wednesday, October 8, 2025
spot_img
HomeScrollঅন্ধকারের পর আলো, বিশেষ পোস্ট বার্তা করিনা

অন্ধকারের পর আলো, বিশেষ পোস্ট বার্তা করিনা

কলকাতা: ১৬ জানুয়ারির রাত পটৌদী পরিবারের কাছে দুঃস্বপ্নের। হাসপাতাল থেকে অভিনেতার বাড়ি ফিরেছেন। স্বাভাবিক ছন্দে ফিরেছেন সইফ (Saif Ali Khan)-করিনা। নতুন ছবি ‘জুয়েল থিফ’-এর প্রচারে যোগ দিয়েছিলেন সইফ। অন্যদিকে করিনা অভিনয় জগতে কাটিয়ে ফেলেছেন ২৫ টা বছর। ২০২৫ সালেই পূর্ণ হবে তাঁর এই মাইলস্টোন। করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan) সব সময় ট্রেন্ডি লুকে দেখা যায়। এবার তাঁর পোস্টে বিশেষ বার্তা ফুটে উঠল। অভিনেত্রী ছবি পোস্ট করে লিখলেন অন্ধকারের পর আলো আসে।

আরও পড়ুন: পার্নোকে জাপটে ধরে রেখেছেন কে? বাতাসে প্রেমের গুঞ্জন

স্বাভাবিক ছন্দে ফিরেছে করিনা-সইফ। সম্প্রতি ছোট ছেলে জেহ্‌র জন্মদিনের অনুষ্ঠান করেছেন তাঁরা। এর মধ্যে কপূর পরিবারে বিয়ে। পিসির ছেলে আদর জৈনের বিয়ে। আগামী বছর বলিউডের সবচেয়ে বড় বাজেটের ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন তিনি। গোটা দেশজুড়ে মুক্তি পেতে চলেছে ছবিটি। অনুরাগীদের জন্য বিশেষ পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা গিয়েছে, ডিপ গ্রিন সঙ্গে গোল্ডেন কাজের লং ড্রেসে। ঢিলেঢালা পোশাকে অভিনেত্রীর লুক বেশ রাজকীয়। কালো মেঘের মতো চোখে কাজল। ছবির ক্যাপশনে লেখেন, অন্ধকারের পর আলো আসে। নেতিবাচকতাকে পিছনে ফেলে আনন্দকে আলিঙ্গন করে… আমার প্রিয় মানুষদের সাথে ভালবাসা এবং পরিবার উদযাপন করছি। ভালোবাসা সব জয় করে।

অন্য খবর দেখুন

Read More

Latest News