Friday, August 22, 2025
HomeScrollআইনজীবীর বাড়িতে চড়াও বিধায়কের ছেলে এবং তার দলবল

আইনজীবীর বাড়িতে চড়াও বিধায়কের ছেলে এবং তার দলবল

আসানসোল: দুই যুবকের খোঁজে এক আইনজীবীর বাড়িতে চড়াও হন বিধায়কের ছেলে এবং তার দলবল। ঘটনার পর থেকেই আতঙ্কিত আইনজীবীর পরিবার সহ এলাকাবাসী। প্রতিবাদে রানিগঞ্জ পুলিশের দ্বারস্থ এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জের রানিসায়েরে।

আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ভারত সেবাশ্রমের মহারাজ

অভিযোগ, জমুরিয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হরেরাম সিংকে নিয়ে অসভ্য মন্তব্য করে দুই যুবক। তারই খোঁজে বিধায়কের ছেলে প্রেমপাল সিং দলবল নিয়ে চড়াও হয় আইনজীবীর বাড়িতে। শুধু আইনজীবীর বাড়িতেই চরাও হন নি তারা, গোটা এলাকাজুড়ে দাপিয়ে বাড়াচ্ছেন বিধায়ক পুত্র এবং তাঁর দলবল। তাতেই আরও বেশি আতঙ্কিত হয়ে পরেছে এলাকাবাসী। যদিও আইনজীবীর বাড়িতে চড়াও হওয়ার ঘটনা মানতে নারাজ বিধায়ক পুত্র প্রেম পাল সিং। তার পালটা দাবি দুই যুবকের কি অভিযোগ বিধায়কের বিরুদ্ধে তা জানতে তাদের খোঁজে গিয়েছিলাম। যদিও তাদের কোন খোঁজ মেলেনি।। অন্য দিখে তৃনমুল রাজ্য নেতা শিবদাসেন দাশু বলেন এই বিষয় টি প্রসানের দেখা উচিত, সাথে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

দেখুন অন্য খবর

Read More

Latest News