কলকাতা: রূপম ইসলাম তাঁর সাম্প্রতিক মঞ্চ পরিবেশনায় এক অনবদ্য ঝড় তুলেছেন। সাধারণত তাঁর একক অথবা ফসিলসের যেকোনো অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড় সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। তবে, এই বিশেষ অনুষ্ঠানটি ছিল একটু অন্যরকম। এখানে, ‘দুর্গাপুর জংশন’ সিনেমার জন্য গাওয়া ‘সায়ানাইড’ গানটির প্রকাশনা উপলক্ষে রূপম মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন। তাঁর সাথে সুর মেলান অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।
অরিন্দম ভট্টাচার্য পরিচালিত এই সিনেমায় বিক্রম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি, সোহিনী সরকারের সঙ্গে জুটি বেঁধে তাঁর ‘অমর সঙ্গী’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। ফেব্রুয়ারির পরে, এপ্রিলের শেষ দিকে বিক্রম আবারও বড় পর্দায় দর্শকদের সামনে হাজির হবেন।
সৈকত চট্টোপাধ্যায়, কৌস্তুভ কেসি এবং রৌনক চক্রবর্তী এই গানটির কথা লিখেছেন। সিনেমার গল্পের প্রেক্ষাপট বিবেচনা করেই গানের কথাগুলো সাজানো হয়েছে। রূপম ইসলামের অনুরাগীরা ফসিলসের বিভিন্ন গানের প্রতি বিশেষ আকর্ষণ রাখেন। কিন্তু রূপমের প্রতিভা শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধ নয়।
গত এক দশকে বাংলা সিনেমার অসংখ্য জনপ্রিয় গান তাঁর কণ্ঠে শোনা গেছে। এছাড়াও, তিনি বাংলা সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের একটি সিনেমায় তিনি ক্যাকটাসের সিধুর সঙ্গে গান গেয়েছেন।
এই প্রথমবার তাঁরা একসঙ্গে প্লেব্যাক করেছেন, যা তাঁদের জন্য এক বিশেষ আনন্দের মুহূর্ত ছিল। এপ্রিল মাসে বেশ কয়েকটি বাংলা সিনেমা মুক্তি পেতে চলেছে। পয়লা বৈশাখের পর, এপ্রিল মাস জুড়ে মোট পাঁচটি বাংলা সিনেমা মুক্তি পাবে।
বর্তমানে, প্রতিটি সিনেমার প্রচারকার্য শুরু হয়ে গেছে। রূপম ও বিক্রমের দ্বৈত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ‘দুর্গাপুর জংশন’ সিনেমার প্রচার শুরু হলো।