Friday, August 22, 2025
HomeScrollবিমসটেক বৈঠকে যোগ দিতে আজ ব্যাংকক পৌঁছলেন প্রধানমন্ত্রী, যাবেন শ্রীলঙ্কাতেও

বিমসটেক বৈঠকে যোগ দিতে আজ ব্যাংকক পৌঁছলেন প্রধানমন্ত্রী, যাবেন শ্রীলঙ্কাতেও

ওয়েবডেস্ক: বিমসটেক (BIMSTEC Summit 2025)  বৈঠকে যোগ দিতে আজ ব্যাংককে (Bangkok) পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi)। ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে ষষ্ঠ বিমসটেক বৈঠক। সেই বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। BIMSTEC গোষ্ঠীতে ভারত, বাংলাদেশ ছাড়াও আছে নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

থাইল্যান্ডের ব্যাংককে কর্মসূচি সেরে শ্রীলঙ্কা (Shrilanka) সফরে যাবেন প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রধানমন্ত্রী থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে যাবেন।

প্রধানমন্ত্রী ষষ্ঠ বিমসটেক বৈঠকে যোগ দেবেন। তারপর তিনি শ্রীলঙ্কা সফর করবেন। তাঁর সফরের আগে, প্রধানমন্ত্রী মোদি বিমসটেক দেশগুলির সঙ্গে ভারতের সহযোগিতা জোরদার করার গুরুত্বের উপর জোর দিয়েছেন।

এটি হবে মোদির তৃতীয় থাইল্যান্ড সফর এবং ২০১৮ সালের পর এটি প্রথম সরাসরি BIMSTEC শীর্ষ সম্মেলন। শীর্ষক ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ এবং মানব নিরাপত্তা বৃদ্ধি নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: মিলল না স্বস্তি! বাতিল ২৬ হাজার জনের চাকরি: নির্দেশ সুপ্রিম কোর্টের

মোদির কর্মসূচির মধ্যে ব্যাংককে পৌঁছানোর পর, মোদি দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য তার থাই প্রতিপক্ষ পায়েংটার্ন  সিনাওয়াত্রার সঙ্গে দেখা করবেন। তিনি থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

বিমসটেক-সম্মেলনে অংশগ্রহণের পর, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি ৪-৬ এপ্রিল শ্রীলঙ্কায় রাষ্ট্রীয় সফরে যাবেন।

মোদি জানিয়েছেন, রাষ্ট্রপতি দিশানায়েকের ভারত সফরের পর তাঁর এই সফর। প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা এবং সহযোগিতার নতুন পথ খোঁজার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে করছেন।

সফরের লক্ষ্য শ্রীলঙ্কার সঙ্গে ভারতের অংশীদারিত্ব জোরদার করা, কারণ শ্রীলঙ্কা একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী, যার সঙ্গে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ভারতের।

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News