Sunday, August 24, 2025
HomeScroll‘আমেরিকা ছাড়ো,’ বিদেশিদের ৩০ দিনের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

‘আমেরিকা ছাড়ো,’ বিদেশিদের ৩০ দিনের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

ওয়েবডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির শেষ নেই। নথি না থাকা অভিবাসী তাড়ানো, চড়া শুল্ক চাপিয়ে ইতিমধ্যে তিনি আন্তর্জাতিক মহলের বিরাগভাজন। এবার তাঁর প্রশাসনের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, আমেরিকা ছাড়ো। বিদেশিদের ৩০ দিনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যাঁরা ৩০ দিনের বেশি সেখানে বসবাস করছেন তাঁদেরকে সরকারের কাছে নথিভুক্ত হত হবে। নিয়ম ভঙ্গ করলে জরিমানা ও জেল হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এক্স হ্যান্ডলে এই তথ্য জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত যাঁরা এইচ১ বি ভিসা নিয়ে আমেরিকাতে রয়েছেন। তাঁদের ক্ষেত্রে সরাসরি কোনও সমস্যা হবে না। যাঁরা বেআইনিভাবে রয়েছেন তাঁদের ক্ষেত্রে সমস্যা হবে। এইচ১বি ভিসা নিয়ে কাজ করতে আসার পর কারও মেয়াদ শেষে হয়ে গেলে। নির্দিষ্ট করে দেওয়া সময়সীমার মধ্যে তাঁর দেশ ছাড়তে হবে। না হলে আমেরিকা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে স্টুডেন্ট পারমটিকে এই শাস্তির বাইরে রাখা হয়েছে। কর্তৃপক্ষকে না জানিয়ে গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: গ্যাগারিনের মহাকাশ যাত্রার স্মরণে কলকাতায় কসমোনটিক্স ডে উদযাপন

দেখুন অন্য খবর: 

Read More

Latest News