Saturday, September 6, 2025
Homeহঠাৎ চারিদিক কালো করে এল, ধুলোঝড়ে লন্ডভন্ড দিল্লি

হঠাৎ চারিদিক কালো করে এল, ধুলোঝড়ে লন্ডভন্ড দিল্লি

ওয়েবডেস্ক- হঠাৎ চারিদিক কালো করে এল। দিল্লিতে (Delhi) ধুলোঝড়ে সাময়িকভাবে থমকে গেল রাজধানীর ব্যস্তজীবন। রবিবার বিকেলে আচমকাই দিল্লির আবহাওয়া (Weather) বদলে যায়। খুব জোরে দমকা বাতাস বইতে শুরু করে। সাময়িকভাবে বিঘ্নিত হল দিল্লির বিমান পরিষেবা। জানা গেছে, ব্যাহত হয় বিমান পরিষেবা। দিল্লিতে প্রতিকূল আবহাওয়ার কারণে বিকেল ৫ টা থেকে সাড়ে ৫ টার মধ্যে দিল্লিগামী অন্তত ৪ টি বিমানের যাত্রাপথ বদল করা হয়েছে। ধুলোঝড়ের জেরে দৃশ্যমানতা অনেকটাই নীচে নেমেছে।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Delhi Indira Gandhi International Airport)  কর্তৃপক্ষ সমাজমাধ্যমে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ‘ফ্লাইটর‌্যাডার ২৪’-এর তথ্য অনুসারে, দিল্লি বিমানবন্দর থেকে বেশ কিছু বিমান নির্দিষ্ট সিডউলের পরিবর্তে ৪০ মিনিট দেরিতে ছাড়ছে।

আরও পড়ুন- বাজারে ৫০০ টাকার জাল নোটের রমরমা! ভয়ঙ্কর তথ্য প্রকাশ RBI-র

এদিকে এই আকস্মিক ধুলোঝড়ে বিপদে পড়ে রাস্তায় থাকা পথচলতি মানুষেরা। আশ্রয়ের খোঁজে এদিক ওদিক দৌড়তে থাকেন তারা।

সরকারি সূত্রে খবর, সফদরগঞ্জের ঝড়ের গতিবেগ ছিল ৬৭ কিলোমিটার প্রতি ঘন্টা। পালাম বিমান বন্দরে ছিল ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ঝড়ের গতি সবচেয়ে বেশি ছিল প্রগতি ময়দান চত্বরে, প্রায় ৭৬ কিলোমিটার প্রতি ঘণ্টা।

এদিকে ধুলোঝড়ের কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় দিল্লিতে। রবিবার বিকেলে রাজধানী দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস আগে থেকে দিয়েছিল আইএমডি। শনিবারেও বৃষ্টি হয় রাজধানীতে। তাপমাত্রা ৯ ডিগ্রি কমে যায়। রবিবারও বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা নেমেছে। গত মাসেও পাঁচটি ঝড় হয়েছে দিল্লিতে।

আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দফতরের, যেখানে মে মাসের শেষ তিন দিনে দিল্লি-এনসিআরের বেশ কয়েকটি অংশে ৫০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বাতাস বইতে পারে এবং হালকা বৃষ্টিপাত এবং বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News