Wednesday, October 15, 2025
Homeডেস্টিনেশন ওয়েডিং মহুয়ার, কোথায় করলেন বিয়ে? কী কী ছিল অ্যারেঞ্জমেন্ট?

ডেস্টিনেশন ওয়েডিং মহুয়ার, কোথায় করলেন বিয়ে? কী কী ছিল অ্যারেঞ্জমেন্ট?

ওয়েব ডেস্ক: পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রর (Pinaki Mishra) সঙ্গে সংসার পাতলেন কৃষ্ণনগরের বর্তমান সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। জানা গিয়েছে, গত ৩০ মে সাতপাকে আবদ্ধ হয়েছেন দুজন। তবে ধুমধাম করে নয়, চুপিসারেই বিয়ের অনুষ্ঠান সারলেন তৃণমূল সাংসদ। ঘনিষ্ঠমহলের অনেকে জানলেও নিজেদের বিয়েকে ‘পাবলিক’ করেননি তাঁরা। তাই দেশে নয়, বিদেশে গিয়ে বিয়ে করেছেন মহুয়া এবং পিনাকী।

জানা গিয়েছে, জার্মানির বার্লিন শহরে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন প্রাক্তন এবং বর্তমান শহর। তাই বলা হচ্ছে, বার্লিনের প্রাসাদে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করেছেন তাঁরা। তবে এই বিয়েকে পুরোপুরি ‘ডেস্টিনেশন ওয়েডিং’ বলা যায়না। মনে করা হচ্ছে, ভিড় এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: চুপিসারে বিয়ে করলেন মহুয়া মৈত্র! কাকে?

এক সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, সোনার গয়নায় সেজেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তাঁর হাত ধরে রয়েছেন যে পুরুষ তাঁর নাম পিনাকি মিশ্র। তিনি বিজু জনতা দলের নেতা এবং পুরী লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। পিনাকি এবং মহুয়ার হাতে হাত ধরা, উজ্জ্বল হাসিমুখের ছবি দেখেই বিয়ের জল্পনা ছড়িয়েছে।

ক্ষুরধার ভাষণের জন্য সুপরিচিত মহুয়া এক সময় ডেনমার্কের আর্থিক পরামর্শদাতা লার্স ব্ররসনকে বিয়ে করেছিলেন। তাঁর সঙ্গে পরে বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। এরপর প্রায় তিন বছর ধরে আইনজীবী জয় অনন্ত দেহাদরাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল মহুয়ার। কিন্তু শেষমেষ পিনাকীর সঙ্গেই সংসার পাতলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

দেখুন আরও খবর: 

Read More

Latest News