Monday, October 6, 2025
spot_img
Homeশিক্ষাখাতের টাকা আটকে রেখেছে কেন্দ্র! কী বলল সুপ্রিম কোর্ট?

শিক্ষাখাতের টাকা আটকে রেখেছে কেন্দ্র! কী বলল সুপ্রিম কোর্ট?

ওয়েব ডেস্ক: শিক্ষাখাতের ২১৫১ কোটি টাকা কেন্দ্রের আটকে রাখার অভিযোগে তামিলনাড়ু সরকারের (Tamil Nadu Government) আবেদন আদৌ জরুরি নয় বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধের ক্ষেত্রে সংবিধানের আর্টিকল ১৩১ (Article 131) অনুযায়ী সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে। এই যুক্তিতে তামিলনাড়ু সরকারের করা আবেদন জরুরি ভিত্তিতে শুনতে নারাজ বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি মনমোহন।

২০২০ সালের ন্যাশনাল এডুকেশন পলিসি (National Education Policy) এবং প্রধানমন্ত্রী শ্রী স্কুল প্রকল্প কার্যকর করার জন্য কেন্দ্র চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছিল তামিলনাড়ু সরকার। প্রথমটি আদতে ত্রি-ভাষা শিক্ষা নীতি যা তামিলনাড়ু মানতে নারাজ। তাদের বক্তব্য, শিক্ষা সংবিধান অনুযায়ী রাজ্যের বিষয়। তাই যে নীতি তারা সমর্থন করে না, তা মেনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা যায় না। তাই নীতিগতভাবে মেনে না নিলে ওই দুই প্রকল্প কার্যকর করার জন্য রাজ্যকে বাধ্য করা যাবে না।

আরও পড়ুন: বিচার ব্যবস্থায় খামতির কথা তুলে ধরলেন আগামী প্রধান বিচারপতি

দ্বিতীয়ত, সমগ্র শিক্ষা প্রকল্পের ফান্ডের সঙ্গে ওই দুই প্রকল্পকে যুক্ত করার প্রচেষ্টাকে অসাংবিধানিক, বেআইনি এবং অযৌক্তিক বলে ঘোষণা করা হোক। এই প্রসঙ্গে কেন্দ্র রাজ্যকে যেসব চিঠি দিয়েছে, সেগুলিকে বেআইনি এবং কার্যকর নয় বলে ঘোষণা করার দাবি রাজ্য সরকারের।

দেখুন অন্য খবর:

Read More

Latest News