Monday, October 6, 2025
spot_img
Homeদার্জিলিং-এ ঘুরছে ফ্যান, আইসক্রিমের দোকানে দেদার বিক্রি

দার্জিলিং-এ ঘুরছে ফ্যান, আইসক্রিমের দোকানে দেদার বিক্রি

ওয়েব ডেস্ক: উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টির দেখা নেই কোথাও। বেশ কিছুদিন ধরেই দক্ষিণে গরমের তীব্র দাপট। তবে এবছর উত্তরবঙ্গেও (Northbengal) গরমের দাপট কম নয়। অসহ্য গরমে নাজেহাল উত্তরবঙ্গবাসী। গরমের ছুটিতে অনেকেই যান পাহাড়ে (hills) ছুটি কাটাতে। হালকা ঠান্ডা হাওয়া, ঘন কুয়াশা, মাঝেমধ্যে বৃষ্টি আর হাতে চা বা কফির কাপ, প্রায় সকলেরই প্ল্যান থাকে খানিকটা এরকমই। তবে এবছর পাহাড় প্রেমীদের আর সেই সুদিন মিলছে না। দার্জিলিং- এও (darjeeling) ভনভন করে ঘুরতে দেখা যাচ্ছে পাখা। তাপমাত্রার হেরফেরে রীতিমত হতাশ পর্যটকেরা।

মৌসুমী বায়ু হঠ্যাৎ দুর্বল হয়ে পড়ায় রোদের দাপটে পুড়ছে পাহাড় থেকে সমতল। জানা গিয়েছে, দার্জিলিং-র (darjeeling) তাপমাত্রা প্রায় ২৫ থেকে ২৬ ডিগ্রি, অন্যদিকে সিকিমের (sikkim) তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি ঘোরাঘুরি করছে। দার্জিলিং-র সামান্য দূরে বিজনবাড়ি, কার্শিয়াং , লেপচাজগৎ -এ তাপমাত্রা আরও বেশি। পাহাড়ে কফির কাপ ছেড়ে লোকেদের ভিড় জমেছে আইসক্রিমের দোকানে। দেদার বিকোচ্ছে সেখানে আইসক্রিম, কোল্ডড্রিঙ্কস।

আরও পড়ুন: সব নয়! ঠাঠাপোড়া গরমে এই দুটি ডাল কিন্তু মাস্ট

উত্তরবঙ্গবাসীরা বলছেন, এই গরমের দাপটে রাতের ঘুম কার্যত উবে গিয়েছে। যেখানে কিছুদিন আগে ঘরে হালকা ফ্যান চালালেও চাঁদর গায়ে দিতে হত, সেখানে এখন একটা ফ্যানে কিছুই হচ্ছে না। গুমোট গরমে একেবারে নাজেহাল অবস্থা সকলের। তবে রাতের দিকে কিছুটা হলেও আবহাওয়ায় স্বস্তি দিচ্ছে।

জুন জুলাই মানেই পাহাড় প্রেমীদের দেখা মেলে দার্জিলিং, সিকিম সহ আশেপাশের এলাকাগুলিতে। বর্ষায় পাহাড়ের সৌন্দর্য্য থাকে দেখার মত। কিন্তু এই আবহাওয়ায় পাহাড় ছাড়ছেন অনেকেই। দার্জিলিং-এর মেল রোড যেন পরিনত হয়েছে অচেনা দৃশ্যে। রাস্তাঘাটও প্রায় ফাঁকা। কিন্তু এই আবহাওয়ার পরিবর্তনে ব্যবসায় ব্যাপক ক্ষতির মুখে গরম কাপড়ের ব্যাবসায়ীরা। আবহাওয়া দফতর জানিয়েছে, গরম থেকে বাঁচতে বাড়ির বাইরে বেশিক্ষন না থাকতে। অবশ্যই সঙ্গে রাখতে হবে জলের বোতল, ছাতা ও টুপি।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News