Sunday, September 14, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeলাস ভেগাসের ক্যাসিনোয় ভয়াবহ বিস্ফোরণ

লাস ভেগাসের ক্যাসিনোয় ভয়াবহ বিস্ফোরণ

ওয়েব ডেস্ক: লাস ভেগাসের (Las vegas) ক্যাসিনোয় ভয়াবহ বিস্ফোরণ (Explosion in Las vegas)। দাউদাউ করে জ্বলছে গোটা ক্যাসিনো। আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের চত্বরেও। ক্যাসিনো থেকে কালো ধোঁয়া বার হতে দেখা গিয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। বিস্ফোরণের কারণও এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনার বেশ কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (তার সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন)।

শনিবার গভীর রাতে লাস ভেগাসের ক্যাসিনোয় বিস্ফোরণ ঘটে। মুহূর্তে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। ক্যাসিনো সংলগ্ন গাছেও আগুন ধরে যায়। ঘটনাস্থলের বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, লাস ভেগাসের এরিয়া ক্যাসিনো এবং রিসর্টে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়েরা। বিস্ফোরণের পরই আগুন দেখে আতঙ্কিত মানুষ ছোটাছুটি করছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দূর থেকেও শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ শুরু করলেও হতাহতে বিষয়টি এখনও জানা যায়নি। ঘটনাটি নাশকতার কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কয়েকদিন আগেই লাস ভেগাসের একটি হোটেলের সামনে এক ইউটিউবার এবং তাঁর স্ত্রীকে গুলি করার অভিযোগ উঠেছে অন্য এক ইউটিউবারের বিরুদ্ধে।

আরও পড়ুন: তছনছ তেল আভিভ! ইরানের পাল্টা হামলায় ইজরায়েলে কী অবস্থা দেখুন

অন্য খবর দেখুন 

Read More

Latest News