Friday, October 31, 2025
Homeভয়ংকর রেল দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন মাদ্রাজ হাইকোর্টের ৩ বিচারপতি

ভয়ংকর রেল দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন মাদ্রাজ হাইকোর্টের ৩ বিচারপতি

ওয়েব ডেস্ক: ১৭ জুন মঙ্গলবার রাতে ইয়েরকৌদ এক্সপ্রেস (Yercaud Superfast Express) সঙ্কাগিরি পেরোনোর পরেই ভয়ংকর রেল দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন মাদ্রাজ হাইকোর্টের (Madras Highcourt) ৩ বিচারপতি সহ দুই অবসরপ্রাপ্ত বিচারপতি ও হাজারো যাত্রী। সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি এম এম সুন্দরেসের পিতা এবং বর্ষিয়ান আইনজীবী ভিকে মুথুস্বামীর মৃত্যুতে শোক জ্ঞাপন করে রাত নয়টা নাগাদ ট্রেনে ওঠেন ওই বিচারপতিরা।

ট্রেন চলার কিছুক্ষণ পরেই রেললাইনের উপর আড়াআড়িভাবে রাখা লোহার বিম নজরে আসায় আপৎকালীন ব্রেক ব্যবহার করেন ট্রেনে থাকা লোকো পাইলট (Loco Pilot)। তা সত্ত্বেও ট্রেনের ইঞ্জিন হড়কে এগিয়ে গিয়ে সেই লোহার বিমে আটকে যায়। বিশেষজ্ঞদের মতে, লোকো পাইলট তৎপর না থাকলে ট্রেনের ইঞ্জিন সহ বেশকিছু বগি অবশ্যম্ভাবীভাবে লাইনচ্যুত হয়ে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।

আরও পড়ুন: কেদারনাথের পথে ফের মর্মান্তিক ঘটনা! বেঘোরে মৃত্যু ২ পুণ্যার্থীর

ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রেনের ইঞ্জিন বদলাতে হয়। কারণ ইঞ্জিনের ব্রেকিং সিস্টেম জ্যাম হয়ে যায়। নতুন ইঞ্জিন এনে প্রায় তিনঘন্টা দেরিতে ট্রেন আবার রওনা দেয়। রেল সূত্রে খবর, প্রায় দশ ফুটের একটি রেল ট্র্যাক আড়াআড়িভাবে লাইনের উপর রাখা হয়েছিল। ব্রেক ব্যবহার করা সত্ত্বেও সেটি রেল ইঞ্জিনের চাকার সঙ্গে প্রায় ৩০০ মিটার এগিয়ে যায়।

দেখুন অন্য খবর

Read More

Latest News