Wednesday, September 24, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeপ্রেমিক শিখরের হাত ধরে লন্ডনের রাস্তায় ঘুরছেন জাহ্নবী, সঙ্গে কে!

প্রেমিক শিখরের হাত ধরে লন্ডনের রাস্তায় ঘুরছেন জাহ্নবী, সঙ্গে কে!

ওয়েব ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রী জাহ্নবী কাপুরের(Janhvi Kapoor)একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে লন্ডন শহরের রাস্তায় হাতে হাত রেখে তার চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার(Boyfriend Shikhar Pahariya) সঙ্গে হাঁটছেন। যথেষ্ট রোমান্টিক তাদের শরীরী ভাষা।
জাহ্নবীকে দেখা যাচ্ছে একটি জগার প্যান্টের সঙ্গে কালো টিউব টপে। মেকআপহীন খোলা চুলে অভিনেত্রী। শিকারের হাতে হাত জড়িয়ে হাসতে দেখা যাচ্ছে। পাশে ছিলেন অভিনেত্রী জীবন খুশি কাপুরও(Khushi Kapoor)। খুশি পরেছিলেন প্যান্টের সঙ্গে সাদা টপ।
প্রসঙ্গত, জাহ্নবী-শিখর খোলামেলা ঘুরে বেড়ালেও কখনোই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। যদিও শিখরের নাম লেখা একটি নেকলেস পরতে দেখা গিয়েছিল শ্রীদেবী কন্যা জাহ্নবীকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই শেয়ার করেছিলেন।

Janhvi Kapoor and Shikhar Pahariya's 5 most stylish moments that give major power couple vibes

বহু দিন ধরেই অভিনেত্রী জাহ্নবী কপূরের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল বি-টাউনে। অভিনেত্রী পরোক্ষ ভাবে ‘চর্চিত’ প্রেমিক শিখর পাহাড়িয়ার কথা বলেছেন ঠিকই। কিন্তু সরাসরি কখনও প্রেম নিয়ে কথা বলেননি। বছরখানেক আগে অনন্ত-রাধিকার বিয়েতে সেই সম্পর্কেই সিলমোহর দিলেন শ্রীদেবী-কন্যা। বিয়েবাড়িতে এসেই ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হচ্ছেন তারকারা। এরই মধ্যে জাহ্নবীও এ দিন শিখরের সঙ্গেই বিয়েতে প্রবেশ করেন। একসঙ্গে ধরা দেন ছবিশিকারিদের ক্যামেরায়। আর তাতেই স্পষ্ট হয়, গুঞ্জন নয়, সত্যিই সম্পর্কে রয়েছেন জাহ্নবী ও শিখর।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ও জাহ্নবীর সঙ্গে শিখরকে দেখা গিয়েছিল।
সিদ্ধার্থ মালহোত্রার আসন্ন রোমান্টিক কমেডি ছবি ‘পরম সুন্দরী’তে তার বিপরীতে জাহ্নবীকে দেখা যাবে।

Read More

Latest News