Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবিধবংসী হামলা, ইজরায়েলের আশদোডে প্রলয়ংকর প্রত্যাঘাত ইরানের

বিধবংসী হামলা, ইজরায়েলের আশদোডে প্রলয়ংকর প্রত্যাঘাত ইরানের

ওয়েবডেস্ক- আশদোডে (Ashdod)  প্রলয়ংকর দৃশ্য, ইরানের (Iran) ২১তম হামলায় নৌঘাঁটিতে প্রচণ্ড আঘাত, আগুনে জ্বলছে বিদ্যুৎকেন্দ্র। লক্ষ্যবস্তু করেছে উপকূলীয় শহর আশদোদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে। ইরানি ক্ষেপণাস্ত্র IDF নৌঘাঁটিতে আঘাত হানার পর এলাকায় এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং একটি বড় বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে যায়, যার ফলে আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

এটি এখন পর্যন্ত অন্যতম বিধ্বংসী হামলা হিসেবে চিহ্নিত হয়েছে, যা ইজরায়েলের কৌশলগত অবকাঠামোর ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এই হামলা ইজরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষিতে ইরানের প্রতিশোধমূলক কর্মকাণ্ডের ক্রমবর্ধমান মাত্রাকে তুলে ধরছে। ইরান দাবি করেছে যে ক্ষেপণাস্ত্র হামলাগুলি তাদের “অপারেশন ট্রু প্রমিজ ৩” এর অংশ। ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আরও প্রতিশোধ আসন্ন।

আরও পড়ুন- অনেক দেশই ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত, রাশিয়ার মন্তব্যে হইচই

একটি নয়া ভিডিওয়তে দেখা গেছে, ইরানের মিসাইল (Iranian Missiles) আশদোডের পাওয়ার স্টেশনগুলিতে হামলা চালাচ্ছে। ব্যাপক ক্ষতি, স্টেশনের কার্যক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য অনুসারে, তেহরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভুল হামলার একদিন পর ইরান ইজরায়েলের দিকে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

দুই আঞ্চলিক শত্রুর মধ্যে ১১ দিনের তীব্র সংঘাতের মধ্যে এই উত্তেজনা দেখা দিয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে, ইরান তার ভূখণ্ড থেকে তেল আবিব এবং হাইফা সহ বেশ কয়েকটি স্থান লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করার পর পরই উত্তর ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। দক্ষিণ ইজরায়েলের একটি প্রধান বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, কাছের শহরগুলিতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণ না অনুযায়ী আকাশে ধোঁয়া কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, রবিবার শেষরাতে ইরানের ৩ পরমাণু ঘাঁটি লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলার সঙ্গে সঙ্গে ইরান-ইজরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকাও। তেহরান কিছু বুঝে ওঠার আগেই বি-২ বোমারু বিমান ও GBU-57 ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বা বাঙ্কার ব্লাস্টার বোমায় তছনছ হয়ে গিয়েছে পরমাণু ঘাঁটি ফরদো, নাতানজ ও ইসফাহান। ইরানের উপর ‘অপারেশন মিডনাইট হ্যামার’ চালিয়েছে আমেরিকা।

রবিবার সাংবাদিক সম্মেলনে জানান, আমেরিকার জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। এদিকে আমেরিকার এই হামলা পরেই পাল্টা প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান।

দেখুন আরও খবর-

 

 

 

 

 

 

 

 

 

Read More

Latest News