Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeকানপুর আইআইটি থেকে উদ্ধার পিএইচডি স্কলারের দেহ

কানপুর আইআইটি থেকে উদ্ধার পিএইচডি স্কলারের দেহ

ওয়েব ডেস্ক: আদালতের কড়া পদক্ষেপের জেরে আইআইটি কানপুরের (Kanpur) পিএইচডি পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও আরও দু’জন অভিযুক্ত। ২৪ বছরের পিএইচডি পড়ুয়া অঙ্কিত যাদবের পিতা রামসুরত যাদবের অভিযোগ, তাঁর পুত্রকে ধারাবাহিকভাবে হেনস্থা এবং ব্ল্যাকমেল করা হয়েছে। রসায়নে পিএইচডি পাঠরত অঙ্কিতকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে এক গবেষণারত মহিলা ও তাঁর মাকে অভিযুক্ত করা হয়েছে। যদিও কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

সূত্রের খবর, অঙ্কিতের একটি চিঠি মিলেছে। দেখা যাচ্ছে, চাপে পড়ে অঙ্কিত ব্যক্তিগতভাবে ঋণ নিয়ে ওই মহিলাকে ৫০,০০০ টাকা দেন। অনেক টালবাহানার পর সেই টাকা ফেরত দিলেও তার কিছু আপত্তিজনক ছবি ও ভিডিও ফাঁস করে জীবন নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন: সংরক্ষণ বিতর্কে পঞ্চায়েত নির্বাচনে স্থগিতাদেশ উত্তরাখণ্ড হাইকোর্টের

আরও জানা গিয়েছে, ওই ছাত্রকে ওই পঞ্চাশ হাজার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। পরে ৫ লক্ষ টাকা না দিলে পুলিশে অভিযোগ করার হুমকি দেওয়া হয় বলে রামসুরতের দাবি। তিনি জানান, ঘটনার দিন সকালে মাকে ফোন করে অঙ্কিত ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও গবেষণাগত মহিলা দ্বারা হেনস্থা হওয়ার কথা জানিয়েছিল। ১০ ফেব্রুয়ারি হোস্টেলের দরজা ভেঙে বন্ধুরা অঙ্কিতকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

দেখুন আরও খবর:

Read More

Latest News