Tuesday, November 25, 2025
Homeর‍্যাগিং-র অভিযোগে হোস্টেল থেকে বহিস্কার ৫ ছাত্রকে

র‍্যাগিং-র অভিযোগে হোস্টেল থেকে বহিস্কার ৫ ছাত্রকে

বহরমপুর: র‍্যাগিং-র অভিযোগে বহরমপুর কলেজের পাঁচ ছাত্রকে হোস্টেল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিল কলেজ কতৃপক্ষ। মুর্শিদাবাদের বহরমপুর কলেজের অ্যান্টি রাগিং কমিটির সুপারিশ অনুযায়ী চতুর্থ সেমিস্টারের পাঁচ ছাত্রকে হোস্টেল থেকে বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ। জুনিয়র ছাত্রদের অভিযোগ অনুযায়ী, কলেজ কতৃপক্ষ বহিস্কার করল তাদের।

যে সময় সামনে এসেছে সাউথ ক্যালকটার ল’ কলেজের ঘটনা। যা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। অন্যদিকে , ঠিক সেইসময়ই দেখা গেল বহরমপুর কলেজে র‍্যাগিং-র অভিযোগ। এই অভিযোগ কলেজেরই সিনিয়র ছাত্রদের বিরুদ্ধে। জুনিয়র ছাত্রদের অভিযোগ, বহরমপুর কলেজের যে সম্প্রীতি বয়েজ হোস্টেল রয়েছে সেখানে সিনিয়র ছাত্ররা জুনিয়রদের উপর একাধিক নির্যাতন চালাত। জুনিয়র দিয়ে নিজেদের কাজ করানও হত। এই বিষয় দীর্ঘদিন চলার পর অবশেষে এটা নিয়ে অভিযোগ করা হয় ইউজিসির কাছে। ইউ জি সির কাছে সেই অভিযোগ পেয়ে তড়িঘড়ি বৈঠকে বসে বহরমপুর কলেজ কর্তৃপক্ষ।
আরও পড়ুন : বৃষ্টিতে ডুলুং নদীর কজওয়ের উপর দিয়ে বইছে জল

বহরমপুর কলেজের প্রিন্সিপাল শান্তনু ভাদুড়ী বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযোগকারী এবং অভিযুক্তদের অ্যান্টি র‍্যাগিং কমিটির সামনে হাজির করানও হয়েছিল। ঘন্টা কয়েক ধরে তাদের কথা শোনা হয়েছে। তারপর এন্টি র‍্যাগিং কমিটি ওই পাঁচ ছাত্রকে হোস্টেল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে। ওই সুপারিশ অনুযায়ী অভিযুক্ত পাঁচ ছাত্রকে বহরমপুরের হোস্টেল ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে তারা কলেজে যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখা হবে বলে জানিয়েছে কলেজ কতৃপক্ষ। কলেজের ভিতরে আর যেন এই ধরনের ঘটনা না ঘটে, সেদিকেও নজর রাখা হবে বলে জানানও হয়েছে।
দেখুন অন্য খবর: 

Read More

Latest News