কলকাতা: রাতভর অবিরাম বর্ষণের পর কলকাতার (Waterlogged in Kolkata) বেশ কিছু এলাকায় জল জমে যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে। রাস্তাঘাট জলের নিচে। রাস্তায় নড়ছে না গাড়ি। এই পরিস্থিতিতে আজকালের মতো সময়ের মধ্যে বেশ কয়েকটি অনলাইন ডেলিভারি পরিষেবা (খাবার, মুদি সামগ্রী, পণ্য) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় ডেলিভারি সংস্থাগুলো (Online services remained suspended throughout the day in flooded Kolkata)।
জলবন্দি রাস্তা ও গাড়ি চলাচলের অনিশ্চয়তার কারণে ডেলিভারি ড্রাইভাররা কাজ করতে পারছেনা। জলাবদ্ধতা ও বৃষ্টি এখনও থামেনি, ফলে শহরের নিম্ন এলাকা ও আবাসিক কমপ্লেক্সগুলোকে সরবরাহ অনিশ্চিত হয়ে উঠেছে।
আরও পড়ুন: ফের শিরোনামে যাদবপুর, নেশাগ্রস্ত ছাত্রদের দাপটে আহত ১
সরকারি ও বেসরকারি সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই ডেলিভারি শুরু হবে, তবে সাধারণ জনগণকে পরিবহন ও ডেলিভারি বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
দেখুন আরও খবর: