দুর্গাপুজো (Durga Puja) প্রতিটি বাঙালির কাছেই অতি প্রিয়। দেশ-বিদেশে মানুষ যে প্রান্তরেই থাকুক না কেন, এই সময় জন্মভূমি সকলকেই কাছে টানে। এবার দুর্গাপুজোয় ভাগ্য ফিরবে এই পাঁচ রাশির (Zodiac Sign)। সৌভাগ্য বৃদ্ধি (Good Luck), সেই সঙ্গে আর্থিক শ্রী বৃদ্ধি।
মেষ রাশি – কর্মক্ষেত্রে সাফল্য। কাজের জগতে দায়িত্বপূর্ণ পদ পেতে পারেন। জীবন আরও গতিময় হয়ে উঠবে। আপনার কঠোর পরিশ্রম আপনাকে আপনার অভীষ্ট ফল পেতে সাহায্য করবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে।
মিথুন রাশি- কেরিয়ারে উন্নতি। কাজের জগতে মান, সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি। আর্থিক উন্নতি। ব্যবসায়ীদের এই সময়টা ভালো ফল দেবে। আপনি আপনার পরিশ্রমের মূল্য পাবেন।
সিংহ রাশি – আর্থিক অবস্থার উন্নতি। ঘর-বাড়ি-বাহন ক্রয়। কাজের জায়গায় আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রশংসিত হবে। কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো হবে। সহকর্মীদের সমর্থন পাবেন। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য ভালো খবর আসতে পারে।
আরও পড়ুন- আজ লক্ষ্মীবারে কোন কোন রাশির ভাগ্যে লক্ষ্মীলাভের যোগ? দেখে নিন
কন্যা রাশি – কর্মক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত। কাজে অভাবনীয় সাফল্য। আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে পদোন্নতি। বাড়বে আত্মবিশ্বাস। স্বাস্থ্য ভালো থাকবে এবং ব্যক্তিগত জীবনেও সুখ ও শান্তি বজায় থাকবে। নতুন কোনও কাজ শুরু করার জন্য এটি একটি শুভ সময়।
ধনু রাশি – ধনু রাশির জাতকদের জন্য শুভ সময় আসবে। কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন। পেশাগত জীবনে অগ্রগতি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে। সহকর্মীদের কাছ থেকেও সম্মান পাবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।