ওয়েবডেস্ক- বেড়াতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল এক যুগলের জীবনে। গভীর জঙ্গলে (Den Forest) ছবি তুলতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন এক যুবক। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে, যা দেখে কাঁটা দেবে মানুষের শরীরে। ভিডিওতে দেখা গেছে, এক যুবক গাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। আর তার প্রেমিকা গাড়ির মধ্যে বসে আছেন। কথা বার্তাও চলছে। বেশ সুন্দর একটা মুহূর্ত। গার্লফ্রেন্ডের সঙ্গে জঙ্গলের ভেতরে একটি গাড়ির কাছে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। ছেলেটি যখন তার ফোনে পোজ দিচ্ছিলেন, ঠিক তখনই পাশের ঝোঁপের আড়াল থেকে একটি পূর্ণবয়স্ক বাঘ (Tiger Attack) লাফিয়ে ওই যুবকের ঘাড়ে পড়ে। ভয়ে সকলে চিৎকার করে ওঠেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ভাইরাল হয়। ভিডিওটি মানুষজন হতবাক হয়ে গিয়েছেন। বহু মন্তব্য ধেয়ে এসেছে। একজন নেটিজেন জানতে চেয়েছেন, কীভাবে ওই জুটি এত বড় বিপদের মধেয় পড়েছিলেন। আবার অনেকের বক্তব্য, জঙ্গলে নিয়ম-কানুন সম্পর্কে সাধারণ মানুষের নিয়ম কানুন জানা উচিত। তাহলে জঙ্গলে প্রবেশে আগে নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হবেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এই ভিডিও দেখে আমার হার্টবিট বেড়ে গেছে।”
जब गर्लफ्रेंड ऐसी हो तो डायन की जरूरत नहीं होती
रील बनाने के चक्कर में लड़के को खा गई pic.twitter.com/NZA9JuBZfn
— Kikki Singh (@singh_kikki) November 12, 2025
(ভিডিওটি সোশ্যাল মাধ্যম থেকে পাওয়া। ভিডিও-র সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)
আরও পড়ুন- অপারেশন সিঁদুর শুধুমাত্র ‘ট্রেলার ছিল’, পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের
প্রসঙ্গত, জঙ্গল,বন্যপ্রাণী, প্রকৃতি ভ্রমণ পিপাসুদের কাছে চিরকালই প্রিয়। কিন্তু জঙ্গলের কিছু নিয়ম-কানুন থাকে, সেগুলো মেনেই সেখানে যাওয়া উচিত। দলবদ্ধ না হয়ে, এই ভাবে একা জঙ্গলে দাঁড়িয়ে ফটো শ্যুট করা, বা বেড়ানো সবটাই বিপজ্জনক কাজ।
দেখুন আরও খবর-







