Monday, November 24, 2025
HomeScrollরাশিয়া-ইউক্রেন যু/দ্ধ নিয়ে ট্রাম্পের কথায় নয়া বিতর্ক
US President Donald Trump

রাশিয়া-ইউক্রেন যু/দ্ধ নিয়ে ট্রাম্পের কথায় নয়া বিতর্ক

জেলেনস্কি “সঠিকভাবে কাজ” করলে, যু/দ্ধ এড়ানো সম্ভবত হত, দাবি ট্রাম্পের

ওয়েবডেস্ক- রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine)যুদ্ধ নিয়ে ফের মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump। ট্রাম্প বলেন, যে যুদ্ধ কখনই হওয়া উচিত ছিল না, আমি সেটা ইনহেরিট করেছি। ফের ট্রাম্পের কথায় নয়া বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হওয়া উচিত ছিল না এবং তিনি যখন ক্ষমতায় ছিলেন না, তখন এটি একটি সমস্যা হিসেবে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন।

এই ট্রাম্পের এক কথায় বিশ্লেষকেরা বলছেন, ইতিহাসের রেকর্ড অনুযায়ী যুদ্ধ শুরু হয়েছে তাঁর প্রেসিডেন্সির অনেক পরে। মার্কিন প্রেসিডেন্টের আরও দাবি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি “সঠিকভাবে কাজ” করতেন, তাহলে এই যুদ্ধ এড়ানো সম্ভবত হত। তিনি যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্টদের মধ্যে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন।

আরও পড়ুন-  ভারতে আসছেন পুতিন, ‘সফর এক্সট্রিমলি গ্র্যান্ড ও ফলপ্রসূ হবে’, দাবি ক্রেমলিনের

ট্রাম্প দাবি করেন যে, তিনি মনে করেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা সমস্যাগুলো সমাধানে তাঁর পূর্বসূরিরা কোনও সঠিক পদক্ষেপ নেননি, এই কারণে এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি যুদ্ধ শেষ করার চুক্তি প্রস্তাব দিয়েছেন। ট্রাম্প বলেন যে তিনি রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের নিয়ে একটি “ত্রিপাক্ষিক বৈঠক” করতে চান, যেখানে তিনি নিজে উপস্থিত থাকবেন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ইউক্রেনকে সঠিকভাবে কাজ করতে হবে, যাতে এই যুদ্ধ বন্ধ করা যায়। একইসঙ্গে ন্যাটোর সদস্যপদ নিয়ে ইউক্রেনের স্বপ্ননে উড়িয়ে দিয়েছেন তিনি।

এই যুদ্ধ নিয়ে একের পর এক করা মন্তব্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে আমেরিকার শান্তি প্রস্তাব কিয়েভের জন্য চূড়ান্ত নয়। ইউক্রেনের পশ্চিমি মিত্র দেশগুলি খসড়া প্রস্তাবে সংশোধনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। হোয়াইট হাউসের বাইরে তিনি জানান ২৭ নভেম্বরে মধ্যে তিনি ইউক্রেনকে প্রস্তাব গ্রহণে চাপ দিচ্ছেন।

দেখুন আরও খবর-

Read More

Latest News