ওয়েব ডেস্ক: স্মৃতি মান্ধনা ও পলাশ মুচ্ছলের বিয়ে কী আদৌ হবে? একের পর এক বাঁধার মুখে তাদের বিয়ে। সব ঠিক থাকলে গত রবিবারই সাতপাকে বাঁধা পড়তেন ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং গায়ক পলাশ মুচ্ছল। কিন্তু আচমকা স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় সেই বিয়ে স্থগিত করে দিতে হয়। তবে অনেকেই বলছেন, এই বিয়ে ভাঙার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ। এই জল্পনা চলাকালীনই আগুনে ঘি ঢালার মত সামনে এসেছে এক ভিডিও। সেইসময়ও একই কায়দায় প্রপোজ করেছিলেন পলাশ।

গত ২৩ নভেম্বর বিয়ের দিনক্ষন ঠিক হয়েছিল স্মৃতির বিয়ের। সেদিনই আচমকা তাঁর বাবার অসুস্থতার কারণে স্থগিত হয়ে যায় বিয়ের অনুষ্ঠান। এরপর তাঁর হবু স্বামী পলাশের অসুস্থতার কারণে আরও একধাপ পিছিয়ে যায় সেই অনুষ্ঠান। তবে এসবের মাঝেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পলাশের অন্য মহিলার সঙ্গে বেশ কিছু চ্যাট। যদিও, তার সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন। শুধু চ্যাটই নয়, এরপর ভাইরাল হয়েছে, একটি ভিডিও।
Palash Muchhal and his ex Birva Shah👀 pic.twitter.com/0nVRaia3CQ https://t.co/T8kNaz2REU
— Mention Cricket (@MentionCricket) November 25, 2025
আরও পড়ুন: বিয়ের পিড়িতে অন্তরা মিত্র, পাত্র কে?
সেই ভিডিও-তে দেখা গিয়েছে, পলাশ মুচ্ছল একসময় তাঁর প্রাক্তন প্রেমিকা বিরভা শাহকে খুব জাঁকজমকভাবে প্রপোজ করেছিলেন। সেই সময়ের ছবিগুলোই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিগুলো দেখে অনেকে আলোচনা করছেন কেন তাঁদের এত ভাল সম্পর্কটা ভেঙে গেল।
দেখুন খবর:







