Wednesday, August 27, 2025
HomeScrollঝুলিতে ১১ হাজারেরও বেশি রান! চ্যাম্পিয়ন্স ট্রফি মিটতেই অবসরে তারকা ক্রিকেটারের

ঝুলিতে ১১ হাজারেরও বেশি রান! চ্যাম্পিয়ন্স ট্রফি মিটতেই অবসরে তারকা ক্রিকেটারের

বাংলাদেশ: চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) শেষ হতেই একের পর এক অবসরের ধুম বাংলাদেশ ক্রিকেটে। সদ্য শেষ হওয়া আইসিসি ইভেন্টের গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের বিদায়ের পর, ওডিআই থেকে অবসর নিয়েছিলেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন দেশের প্রাক্তন টি২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার সোশ্যাল মিডিয়ায় অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন বাংলাদেশের এই তারকা ব্যাটস ম্যান।

১৭ বছরের বর্ণময় কেরিয়ারে বাংলাদেশ জার্সিতে ২৩৯টি ওডিআই, ৫০টি টেস্ট এবং ১৪১টি টি-20 ম্যাচ খেলেছিলেন মাহমুদুল্লাহ ৷ তাঁর ঝুলিয়ে রয়েছে ন’টি শতরান। এদিন বাংলাদেশি ক্রিকেটার লেখেন, “আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি ৷ ধন্যবাদ জানাতে চাই আমার সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার অনুরাগীদের ৷ যাঁরা সবসময় আমায় সমর্থন জুগিয়ে গিয়েছেন ৷” পাশাপাশি, মাহমুদুল্লাহ অবসর ঘোষণায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর স্ত্রী ও পরিবারের কাছেও। তিনি আরও লেখেন, “সকল ক্ষেত্রে শেষটা মনের মত হয় না ৷ কিন্তু ইতি একসময় টানতে হয় এবং এগিয়ে যেতে হয় ৷”

আরও পড়ুন: ভয়াবহ ‘রক্তবৃষ্টি’! অদ্ভুতুড়ে ঘটনায় শোরগোল নেটদুনিয়ায়

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ওডিআই বিশ্বকাপে তিনটি সেঞ্চুরির নজির রয়েছে প্রাক্তন এই মিডল-অর্ডার ব্যাটারের। যার মধ্যে দু’টি এসেছিল ২০১৫ সংস্করণে এবং একটি সেঞ্চুরি তিনি করেছিলেন ২০২৩ বিশ্বকাপে। চলতি বছর ফেব্রুয়ারির পর তাঁকে যাতে আর বার্ষিক চুক্তিতে রাখা না হয়, সেকথা দেশের ক্রিকেট বোর্ডকে আগেই জানিয়েছিলেন মাহমুদুল্লাহ। সেদিক থেকে বিচার বিচার করলে চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাঁর অবসর পূর্বপরিকল্পিতই ছিল। বুধবার তাতে সিলমোহর দিলেন ক্রিকেটার নিজেই।

দেখুন আরও খবর:  

 

Read More

Latest News