Tuesday, December 16, 2025
HomeBig newsক্রীড়ামন্ত্রী হিসেবে পদত্যাগ করছেন অরূপ বিশ্বাস? দেখুন বড় খবর
Arup Biswas

ক্রীড়ামন্ত্রী হিসেবে পদত্যাগ করছেন অরূপ বিশ্বাস? দেখুন বড় খবর

যুবভারতী কাণ্ডে নাটকীয় মোড়! সাদা কাগজে ইস্তফাপত্র অরূপের

ওয়েবডেস্ক-  যুবভারতী (Yuva Bharati) কাণ্ডে নাটকীয় মোড়। মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)  চিঠি দিয়ে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা প্রকাশের ( Resignation Letter) ইচ্ছে প্রকাশ অরূপ বিশ্বাসের (Arup Biswas) । সাদা কাগজে হাতে লেখা ইস্তফা প্রকাশের চিঠি লিখে ইচ্ছে প্রকাশ অরূপের। গত শনিবার যুবভারতীতে মেসির আসা নিয়ে রণক্ষেত্রের অবস্থা চেহারা নেয়। এর ফলে রাজ্যের সরকারের দিকে একাধিক অভিযোগ আঙুল তুলে সরব বিরোধীরা। ইতিমধ্যেই এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র বিবেচনা করে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা গেছে।

আরও পড়ুন-  যুবভারতীকাণ্ডে শো কজ DGP রাজীব কুমার, বিধাননগরের CP, সাসপেন্ড অনীশ সরকার

২০২৬ ভোটের আগে রাজ্য রাজনীতিতে এক অন্য মাত্রা যোগ করল। লিওনেল মেসির ভারতে আসাকে ঘিরে যুবভারতী কাণ্ডে এক চরম বিশৃঙ্খলা দেখা দেয়।  বিশৃঙ্খলা, ভাঙচুর, নজরদারির অভাবের অভিযোগ রাজ্যের শোকজ শীর্য পুলিশ কর্তা। যুবভারতী কাণ্ডে শো কজ ডিজি রাজীব কুমার (DGP Rajeev Kumar Show Cause) ও সিপি বিধাননগর (Bidhannagar CP Show Cause) শ্রী মুকেশকে। একই সঙ্গে DCP অনীশ সরকার সাসপেন্ড। ডিজি রাজীব কুমারকে তদন্ত কমিটির সুপারিশের শো কজ করা হল। ২৪ ঘণ্টার মধ্যে রাজীব কুমারের থেকে জবাব তলব করল রাজ্য সরকার। দায়িত্বে গাফিলতির অভিযোগে অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত DCP অনীশ সরকার সাসপেন্ড।

দেখুন ভিডিও-

Read More

Latest News