Saturday, August 30, 2025
HomeScrollমুর্শিদাবাদে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার সহ ধৃত ১

মুর্শিদাবাদে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার সহ ধৃত ১

মুর্শিদাবাদ (সামশেরগঞ্জ):  ৭৫ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদের (Murshibad) সামশেরগঞ্জ থানার (Samsherganj police station) পুলিশ। শনিবার গভীর রাত্রে  সামশেরগঞ্জ থানার চকসাপুর ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে একটি ট্রাক আটক করে তল্লাশি শুরু করে পুলিশ। ওই ট্রাকে কয়েকটি কন্টেনারে পেটি পেটি গাঁজা ছিল।

পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম অশোক দাস (Ashoke Das)। তার বাড়ি কোচবিহার (Coachbehar)  জেলা এলাকায়। ধৃতের গাড়ি থেকে মোট ৭৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন: ডিভোর্সের মামলায় স্ত্রীর কাছে খোরপোশ পেতে পারেন স্বামীও

কোচবিহারের দিক থেকে কন্টেনারে গাঁজা ভর্তি করে নিয়ে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছিল ওই ট্রাকটি বলে জানতে পেরেছে পুলিশ।

ধৃতকে আজ রবিবার বহরমপুরের বিশেষ আদালতে পাঠানো হচ্ছে। গাঁজা কারবারের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তার তদন্ত করে দেখছে পুলিশ।

দেখুন অন্য খবর:

Read More

Latest News