Sunday, August 31, 2025
HomeScrollপ্রতিবাদ করায় আক্রান্ত আইনজীবী, দেওয়া হল হুমকিও

প্রতিবাদ করায় আক্রান্ত আইনজীবী, দেওয়া হল হুমকিও

জয়ন্ত মজুমদার, বরানগর:  বরানগরে মারধরের প্রতিবাদ করায় আক্রান্ত আইনজীবী (Law Year)। অভিযোগের তীর কাউন্সিলার (Councilor) ঘনিষ্ঠদের বিরুদ্ধে। গোটা ঘটনায় আতঙ্কিত আইনজীবী (LawYear)।

গত ১৪ ই মার্চ ছিল দোল উৎসব। সেই দিন বিকেল বেলা নিজের মাকে তার আবাসনে ছাড়তে যাচ্ছিলেন আইনজীবী শুভেন্দু মিত্র। রাস্তায় হঠাৎ তিনি দেখতে পান যে এলাকার তৃণমূলের (TMC) দুই গোষ্ঠীর মধ্যে মারামারি হচ্ছে। পুরনো তৃণমূল কর্মীদের মারধর করছে নব্য তৃণমূল কর্মীরা।

আর এই মারধরের ঘটনা দেখে প্রতিবাদ করেন আইনজীবী শুভেন্দু মিত্র (Lawyear Shuvendu Mitra)। আর এই প্রতিবাদ করাতেই তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে নব্য তৃণমূল কর্মীর। পাশাপাশি তার বৃদ্ধ মাকে তারা আবাসনে পুড়িয়ে মারার হুমকিও দিয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন: ফের বঙ্গ সফরে অমিত শাহ, ২৯ মার্চ রাজ্যের আসার কথা

হামলাকারীরা প্রত্যেকেই স্থানীয় কাউন্সিলার  শম্পা কুন্ডুর (Councilor Shampa Kundu) ঘনিষ্ঠ বলে অভিযোগ আইনজীবীর।

গোটা ঘটনায় চরম আতঙ্কে রয়েছে আইনজীবী ও তার পরিবার। মারধরের ঘটনায় ৭ জন অভিযুক্তের নামে বরানগর থানায় (Baranagar Thana) অভিযোগ দায়ের হয়েছে। এই ৭ জন হল সৌমেন শাসমল,সুদীপ ঘোষ, দীপক প্রসাদ,পাগলা দাস, রাহুল ব্যানার্জি, পাঁচু ব্যানার্জি, জীতেন্দ্র প্রসাদ।

আইনজীবীকে মারধরের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বরানগর থানার পুলিশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News