৮ এর দশকের বলিউড সুপারস্টার গোবিন্দা। গতবছরের শেষের দিকে কলকাতায় আসার আগেই সাত সকালে গুলিবিদ্ধ হয়েছিলেন অভিনেতা। অনেকটা রক্তপাত হয়েছিল সেদিন। আসলে দুর্ঘটনা ঘটেছিল তার নিজের বন্দুকের গুলি থেকেই। দুর্ঘটনা যেন তার জীবনের ওতপ্রোত সঙ্গী। একের পর এক দুর্ঘটনা তাঁর জীবনে দুঃসময় ডেকে এনেছে। পরিবারে পর পর ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে তার কোলের সন্তান। দুর্ঘটনায় তছনছ হয়ে গিয়েছে রূপোলি পর্দার নায়েকের জীবন। এসব সত্ত্বেও নায়কের মুখের হাসি কখনো লাল হতে দেননি। এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন এ সমস্ত তথ্য। গোবিন্দার স্ত্রী সুনিতা জন্ম দিয়েছিলেন একি ম্যাচিওর কন্যা সন্তান। মেয়ের বয়স যখন চার মাস তখন সে মারা যায়। অনেক কষ্ট করেও গোবিন্দা শেষ রক্ষা করতে পারেননি। সে দুঃখ আজও মনে রয়ে গেছে অভিনেতার। বাবা-মা থেকে শুরু করে দুই ভাই এক বোন তার স্বামীকেও হারান গোবিন্দা। ভাই বোনদের সন্তানদের দায়িত্ব এসে পড়ে গোবিন্দার কাঁধে। সংসারের কোন দায়িত্ব থেকেই গোবিন্দা কখনো নিজেকে সরিয়ে দেননি। সব সময় পরিবারের সঙ্গে এবং পরিবারের আশপাশের লোকজনদের সঙ্গে তিনি পাশে থেকেছেন। তার ভাগ্নে কৃষ্ণা অভিষেক টেলিভিশন দুনিয়ার বেশ পরিচিত নাম। তার আর এক ভাগ্নি রাগিনী খান্না ও বলিউডে বেশকিছু কাজ করেছেন। এসবের মধ্যেই স্ত্রী এবং দুই ছেলেমেয়েকে নিয়ে গোবিন্দা ভালো থাকার চেষ্টা করেন। ভালো তাকে থাকতেই হবে। তাছাড়াও ২০২০ সালে অভিনেতা গোবিন্দার ছেলে যশবর্ধন আহুজা মুম্বাইয়ের জুহুতে গাড়ি দুর্ঘটনা মুখে পড়েছিল। তা উঠে এসেছিল সংবাদ এর শিরোনামে।
তবুও সবকিছুর মাঝে তাকে পুরনো দিনের কথা মাঝেমধ্যেই বিধ্বস্ত করে দিয়ে যায়। হারিয়ে যাওয়া প্রিয়জনদের কথা তিনি কখনো ভুলতে পারেন না।
চার মাসে গোবিন্দার পরিবারে মেয়ে সহ ১১ জনের মৃত্যু এক ভয়াবহ স্মৃতি
Follow Us :