ওয়েব ডেস্ক: আলিয়া ভাট, বলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী। নিজের অভিনয় দিয়ে তিনি সব সময় মন জয় করেছেন দর্শকদের। শুধু অভিনয়ই নয়, তাঁর নমনীয় ব্যবহারে তিনি মন জয় করেছেন হাজার হাজার দর্শকদের। তবে অনেক সময়ই আলিয়া ভাটকে দেখা যায় ‘ নো মেকআপ লুকে’ । অভিনেত্রীর সেই লুক রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়া জুরে। তবে এবার অভিনেত্রী গা ভাসালেন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে। শেয়ার করলেন তাঁর গেট রেডি উইথ মি। দেখুন সেই ভিডিও…..
View this post on Instagram
আরও পড়ুন: শিবাজির স্ত্রীর রূপে প্রথম লুকেই নজরকাড়া রশ্মিকা
‘ নো মেকআপ ‘ লুকের জন্য সোশ্যাল মিডিয়াতে ফেমাস অভিনেত্রী আলিয়া ভাট। বহু সময়ই তিনি বিভিন্ন অনুষ্ঠানে এমনকি নিজের রাজকীয় বিয়েতেও তিনি ‘ নো মেকআপ ‘ লুক ক্যারি করেন। আর এবার ট্রেন্ডে গা ভাসিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন গেট রেডি উইথ মি ( Get Ready With Me)। যেখানে অভিনেত্রীকে দেখা গেল হালকা মেকআপ নিতে। পিঙ্ক ব্লাস, ঠোঁটে নুড কালারের লিপস্টিক, এবং চোখে মাসকারা। ব্যাস, অভিনেত্রী রেডি টু গো।
দেখুন অন্য খবর