Thursday, August 21, 2025
HomeScrollলাইভ কনসার্টে অরিজিৎ,ধরলেন বাবার ভিডিয়ো কল

লাইভ কনসার্টে অরিজিৎ,ধরলেন বাবার ভিডিয়ো কল

কলকাতা: অরিজিতের সারল্য় এবং সাধারণ জীবনযাপন সবসময় মানুষের মন জয় করেছে। দেশজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। দেশ জুড়ে আয়োজন হয় অরিজিতের নানা কনসার্ট। ফ্যানেদের মধ্যেও চরম উত্তেজনা দেখা যায়। সম্প্রতি ভাইরাল হয়েছে গায়কের চণ্ডীগড় কনসার্ট ছিল। লাইভ কনসার্টে আরও একবার ভক্তদের মন কেড়েছেন অরিজিৎ(Arijit Singh Concert )। অনুষ্ঠান মঞ্চেই এল তাঁর বাবার ফোন। সময় নষ্ট না করে বাবার কল রিসিভ করলেন শিল্পী। তা দেখে মুগ্ধ ভক্তরা।

আরও পড়ুন: রক্তবীজ ২’-এর কাস্টিংয়ে চমক!

লাইভ পারফর্ম্যান্সে তিনি বরাবরই নজর কেড়েছেন সকলের। জিয়াগঞ্জের ভূমিপুত্রের সুরের মূর্ছনায় সেখানে মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করছেন হাজার হাজার শ্রোতা। লাইভ পারফর্ম্যান্সে তিনি বরাবরই নজর কেড়েছেন সকলের। তবে বাবার ফোন বলে কথা। গান গাইতে গাইতেই বাবার ফোন ধরলেন অরিজিৎ। বাবার সঙ্গে ফোনে কথা বলার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গায়কের এক ভক্ত ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করেছেন। ফোন ধরা অবস্থায় তাঁকে দেখা যায় স্ক্রিনের দিকে তাকিয়ে হাত নাড়তে। গায়ক কনসার্টের মাঝেই ফোনের স্ক্রিন ঘুরিয়ে দেখালেন তাঁর ভক্তদের। বাবার মুখ দেখা গেল স্ত্রিনে। যে দৃশ্যে সকলেই মুগ্ধ।

 

View this post on Instagram

 

A post shared by Arijit Singh (@we_are_arijitians)

অন্য খবর দেখুন

Read More

Latest News