ওয়েব ডেস্ক: অভিনেত্রী বিপাশা বসু(Bipasa Basu) তার কন্যা দেবী(Devi)র একটি মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে দেবী-কন্যা নিজের হাতে গণেশ(Lord Ganesha) ঠাকুরের মূর্তি তৈরি করছে। গণেশ চতুর্থী(Ganesh Chaturthi) উপলক্ষে ছোট্ট দেবীর গণেশ মূর্তি তৈরি করা দেখে বিপাশার ভক্ত-অনুরাগীরা মুগ্ধ এবং আপ্লুত।
আরও পড়ুন:অপর্ণা সেনের সঙ্গে বাবা কমল হাসানের অজানা রোমান্সের কাহিনী বললেন শ্রুতি!
ভিডিওটিতে দেখা যাচ্ছে দেবী মন দিয়ে গনেশ মূর্তি(Ganesh idol)র রূপ দিচ্ছে। ছোট দেবীর এই মিষ্টি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় সকলের দৃষ্টি কেড়েছে। সকলেই ভালোবাসা প্রকাশ করছে। একজন লিখেছে, ছোট্ট পরিশ্রমী রাজকুমারী… অনেকদিন পর তোমাকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে… গণপতি বাপ্পা সব সময় তোমায় খুশি রাখুন। অনেকে আবার ছোট্ট দেবীকে ‘ছোট্ট লক্ষ্মী মা’ বলে ডেকেছেন। অন্য এক অনুরাগী লিখেছেন, এত অল্প বয়সে এত প্রতিভা!
প্রসঙ্গত, মুম্বইয়ে(Mumbai) ১০ দিনের গনেশ উৎসব শুরু হয়েছে বুধবার। ‘গণেশ চতুর্থী’ বা ‘বিনায়ক চতুর্থী’ দিয়ে। বলিউডের বহু তারকার বাড়িতে গনেশ পূজো হবে আজ। মেতে উঠবে তারকারা।
গণেশ চতুর্থীতে তিথি মেনে এই শুভদিনে বলিউডের বহু তারকা যেমন সলমন খান(Salman Khan),শাহরুখ খান(Sharukh Khan),শিল্পা শেট্টি(Shilpa Shetty) প্রতিবছর গণেশ চতুর্থী পালন করেন। সারা দেশ জুড়ে গণেশ চতুর্থীর (Ganesha Chaturthi) উৎসবের আমেজ। ঘরে ঘরে গণেশ পুজো, প্রার্থনা হবে। মুম্বইয়ে গণেশ পুজোর জাঁকজমকভাবে পালিত হয়। বলিউড তারকারা নিজেদের বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করার পাশাপাশি, বিখ্যাত প্যান্ডেলগুলিতে গিয়ে ভক্তি নিবেদন করেন। যদিও জানা গেছে শিল্পা শেট্টি(Shilpa Shetty)র বাড়িতে এ বছর গণেশ পূজো হবে না। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে শিল্পা শেট্টি এই খবরটি শেয়ার করেছেন। পরিবারে এক সদস্যের মৃত্যু হওয়ার কারণে, শিল্পা শেট্টির পরিবারে শোক। ১৩ দিন কোনও কাজ করা যাবে না। ‘গণপতির নাচ করতে পারব না’ বলে দুঃখ প্রকাশ করেছেন শিল্পা ।
বলিউড তারকারা যেমন নিজেদের বাড়িতে গণেশ প্রতিমা স্থাপন করেন তেমনি মুকেশ আম্বানি(Mukesh Ambani)র মতো বড় উদ্যোগপতিদের বাড়িতে গনেশ পুজোর অনুষ্ঠানে যোগদান করেন। উৎসবের অংশ হিসেবে আর অতি করেন এবং ভক্তদের শুভেচ্ছা জানান।