Monday, August 25, 2025
HomeScrollবাংলা ওটিটি পর্দায় এবার ধারাবাহিক!

বাংলা ওটিটি পর্দায় এবার ধারাবাহিক!

ওয়েব ডেস্ক: গতকাল অর্থাৎ ২৮ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো ‘গল্পের পার্বণ ১৪৩২ ‘। কী এই অনুষ্ঠান? যেখানে এস ভি এফ এবং হইচইয়ের যৌথ উদ্যোগে ২০২৫ এর সারা বছর কোন কোন ওয়েব সিরিজ এবং সিনেমা রিলিজ হতে চলেছে সেই ঘোষণা করা হলো। আর এবার সেখানেই হইচই এর তরফ থেকে জানানো হলো, আসতে চলেছে তিনটি ধারাবাহিক ! আর এই নতুন সেগমেন্টার নাম দেওয়া হয়েছে হইচই টিভি প্লাস।


আরও পড়ুন: এইচএমভি স্টুডিওতে ‘সলিল অ্যাট হান্ড্রেড’ ক্যালেন্ডার প্রকাশ

হইচইয়ের কো ফাউন্ডার ভীষ্ণু মোহতা তিনি জানান, বাংলার এক বিরাট দর্শক সিরিয়াল দেখতে ভালবাসেন। আর দর্শকরা বড় পর্দায় সিনেমা , অথবা ওয়েব সিরিজ দেখার চেয়েও বেশি ভালোবাসেন প্রত্যেকদিন গল্পের নতুন মোড় জানতে। আর সেই কথাকে মাথায় রেখে ২০২৫-এ হইচইয়ের তরফ থেকে এল নতুন চমক ! এবার ওটিটি তেও দেখতে পাবেন ধারাবাহিক! যদিও প্রত্যেকদিন গল্পের নতুন এপিসোড না আসলেও, সংস্থার তরফ থেকে জানানো হয়েছে সপ্তাহে একটি করে এপিসোড আসবে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ধারাবাহিক আসতে চলেছে:

স্বস্তিকার দত্তের ‘ আতঙ্ক ‘।

ঋতাভরীর ‘ শাখা প্রশাখা ‘।

এবং বহু সংখ্যক মানুষের কথা মাথায় রেখে ‘ শ্রী রামকৃষ্ণ ‘।

 

View this post on Instagram

 

Shared post on

 

দেখুন অন্য খবর

 

Read More

Latest News