ওয়েব ডেস্ক: বড় ছেলে হৃহানকে( Hrehaan Roshan)১৯ তম জন্মদিনের(19th birthday) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন(Hrithik Roshan)। আর সেই পোস্টে রিয়াক্ট করেছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান(Sussanne Khan)।
প্রসঙ্গত, গতকাল বলিউড অভিনেতার বড় ছেলে হৃহান এর জন্মদিন ছিল। আজ শনিবার Instagram এ ছেলের সঙ্গে কোমরে হাত দিয়ে একটি ছবি পোস্ট করেছেন হৃতিক।
আরও পড়ুন:মুক্তি পেল চেক ইন চেক আউটের প্রথম গান!
যেখানে তিনি লিখেছেন,’তুমি সব দিক থেকে অসাধারণ বলে তোমাকে ভালোবাসি তা নয় আমার জীবনে তোমার থাকাই তোমাকে ভালোবাসার কারণ…. তোমার আগামী পদক্ষেপ কি হবে, তুমি জীবনে কতটা উন্নতি করতে পারবে, তা দেখে আমার ভালোবাসা বাড়বে না কিংবা কমবে না।….. তোমার মূল্য আমার কাছে কখনো কমবে না। নিজেকে নিজের মতো করে গড়ে তোলো,এগিয়ে যাও। ১৯ তম জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা।’