ওয়েব ডেস্ক: ইতালির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার(Celebrated Italian Fashion Designer) জর্জিও আরমানি(Giorgio Armani) মারা গেলেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। তাঁর প্রতিষ্ঠিত বিলাসবহুল ফ্যাশন প্রতিষ্ঠান ‘আরমানি গ্রুপ'(Armani Group) বৃহস্পতিবার তার মৃত্যুর খবর প্রকাশ করেছে। এক বিবৃতিতে জানানো হয়,’আমাদের প্রতিষ্ঠাতা ও অক্লান্ত প্রেরণাদায়ী জর্জিও আরমানি আর নেই। গভীর শোকের সঙ্গে আমরা তার প্রাণের সংবাদ জানাচ্ছি।’
আরও পড়ুন:রণবীরের ‘ডন ৩’-এ রয়েছে চমক দেখে নিন
বলা যেতে পারে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করেছেন। সব সময় বিকশিত প্রকল্পগুলির জন্য নিজেকে উৎসর্গ করে রাখতেন । কিছুদিন ধরে তিনি অসুস্থ হয়েছিলেন। গত জুন মাসে ইতালির মিলান শহরে পুরুষদের ফ্যাশন সপ্তাহে তিনি উপস্থিত থাকতে পারেননি। বহু বিখ্যাত হলিউড তারকা(Hollywood stars) তাঁর ডিজাইন করা পোশাক পরে অস্কারের মঞ্চে(Oscar stage) উপস্থিত থেকেছেন। এদের মধ্যে কেট প্ল্যান্টিন,অ্যানে হ্যাথওয়ে, ডেমি মুর ও আরো অনেকে রয়েছেন।
ফ্যাশন দুনিয়ায় ‘রে জর্জিও’ এবং ‘কিং জর্জিও’ নামেও তিনি পরিচিত ছিলেন। ‘ফোর্বস’ ম্যাগাজিন(Forbes magazine) এর মতে, আরমানি ১০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। যার মধ্যে পোশাকের পাশাপাশি আনুষঙ্গিক,গৃহসজ্জা,সুগন্ধি, প্রসাধনী, বই,ফুল এমনকি চকোলেট পর্যন্ত ছিল। যা এই প্রখ্যাত ফ্যাশন ডিজাইনারকে বিশ্বের ২০০ বিলিয়নিয়ারের তালিকায় স্থান দিয়েছিল।
১৯৯৮ সাল থেকে তিনি মিলন শহর থেকে শুরু করে টোকিও পর্যন্ত ২০টিরও বেশি রেস্তোরাঁ এবং ২টি হোটেল খুলেছিলেন।
দেখুন অন্য খবর: