Sunday, September 21, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollখোলা পিঠে 'বাথরুম সুন্দরী' জাহ্নবী!

খোলা পিঠে ‘বাথরুম সুন্দরী’ জাহ্নবী!

ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই খোলামেলা ছবি পোস্ট করে থাকেন বলিউড অভিনেত্রী। এবার খোলা পিঠে বাথরুম থেকে মিরর সেলফি পোস্ট করলেন জাহ্নবী (Janhvi Kapoor)। এই মুহূর্তে তিনি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কোচিতে একটি রমকম ছবি ‘পরম সুন্দরী’ (Param Sundari ) শুটিং-এ ব্যস্ত।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শ্রীদেবী কন্যা জাহ্নবী জানিয়েছিলেন তিনি একজন যথেষ্ট ভোজনরসিক মেয়ে। তিনি নাকি মসলাদার খাবার পছন্দ করেন। জংলি মাটন থেকে শুরু করে পোলাও সবকিছুই তিনি খেতে ভালোবাসেন। এ কথার সমর্থন পাওয়া যায় তার ছোট বোন অভিনেত্রী খুশি কাপুরের কথাতেও। খুশি তার দিদি জান নবীর খাবার নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথা সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে জানিয়েছেন। সেখানে তিনি অভিনেতা জুনায়েদ খানের সঙ্গে তার নতুন ছবি ‘লাভইয়াপা’র প্রচারে গিয়েছেন। খাওয়া-দাওয়ার ব্যাপারে কোন নিয়ম না মেনেও কিভাবে জাহ্নবী এত ফিট তা দেখে নেটিজেনরা অবাক।

আরও পড়ুন: আল্লুর অ্যাকশনে মুগ্ধ হলিউড

তারকাদের দৈনন্দিন জীবনের রুটিনে থাকে কঠিন জার্নি। সুন্দরী রূপোলি পর্দার তারকাদের খোলামেলা পোশাক নিয়ে অনুরাগীরা সবসময় চর্চা করে থাকেন। জাহ্নবীর বিভিন্ন আকর্ষণীয় খোলামেলা পোশাকের পিছনে কাহিনী জানতে আগ্রহী থাকেন নেটিজেনরা। এবার বাথরুম থেকে মিরর সেলফিতে সেইরকম একটা খোলামেলা ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর পরনে ছিল কমলা রঙের সব আর অ্যাকটিভওয়ার ক্রপটপ। পিঠে রোদে পোড়া দাগ। তাই ছবি পোস্ট করে লিখতে ভোলেননি, জাহ্নবী ‘পোড়া দাগ’।সামনে বাথটব আর আয়নার সামনে নিজেকে ক্যামেরাবন্দি করে আরও একটি বিষয় স্পষ্ট করে দিলেন বাথরুম থেকে সেলফি পোস্ট করেছেন গ্ল্যাম ডিভা জাহ্নবী কাপুর।

২০১৫-এর ২৫ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে সিদ্ধার্থ মলহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত ‘পরম সুন্দরী’। নতুন জুটির রোম্যান্টিক কমেডি মুভির অপেক্ষায় হিন্দি ছবির দর্শক। বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সানি সংস্কারি কি তুলসি কুমারি’-তেও থাকছেন জাহ্নবী কাপুর।

অন্য খবর দেখুন

Read More

Latest News