Monday, August 25, 2025
HomeScrollফিল্মফেয়ারে ঋতুপর্ণা-স্বস্তিকা স্টাইলে চমক

ফিল্মফেয়ারে ঋতুপর্ণা-স্বস্তিকা স্টাইলে চমক

কলকাতা: সোমবার কলকাতায় আয়োজিত হয়েছিল ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস পশ্চিমবঙ্গ-২০২৫। অনুষ্ঠানে তারকাদের ফ্যাশন ছিল আলোচনায়। স্বস্তিকা, ঋতুপর্ণা থেকে রাইমা জিৎ থেকে বিক্রমের স্টাইল নজর কেড়েছে সকলের। শোতে কালো শাড়িতে ‘ব্ল্যাকলেডি’ লুকে নজর কেড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। অভিনেত্রীর গ্ল্যামার হারমানাবে ১৮ তন্বীদেরও।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

অন্যদিকে, টলিপাড়ার অন্যতম বোল্ড নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়ের। ওম্যান অফ স্টাইল অ্যান্ড সাবস্ট্যানস পুরস্কার পেয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। অভিনেত্রীর পরনে ছিল কালো ড্রেস, তার সঙ্গে সিক্যুয়েন্সের কাজ করা কালো জ্যাট। অভিনেত্রী গ্ল্যামারাস লুক থেকে নজর ফেরানো দায়। মেকআপেও ছিল অভিনবত্ব। তাঁর আই মেকআপ আলাদা করে প্রশংসার কুড়িয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Filmfare (@filmfare)

কালো শাড়িতে নজর কেড়েছেন রাইমা সেনও (Raima Sen)। বেশ হালকা মেকআপে স্লিভ লেস সিক্যুয়েন্সের ব্লাউজ ও কালো শাড়িতে মোহময়ী মুনমুন-কন্যা অভিনেত্রী রাইমা সেন। মোস্ট ফ্যাশনেবল স্টার হয়েছেন রাইমা সেন। তাছাড়াও পেয়েছেন হটেস্ট স্টার অফ দ্য় ইয়ারের খেতাব।

আরও পড়ুন: প্রথমবার গৌরীকে নিয়ে প্রকাশ্যে আমির

অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনেতেরাও আলাদা করে ফ্যাশনে নজর কেড়েছেন। চকোলেট রঙের টি-শার্ট হালকা ব্রাউন রঙের জ্যাকেট ও টাউজারে দারুণ হ্যান্ডসাম লাগছিল অভিনেতা জিৎকে। মোস্ট স্টাইলিশ স্টারে পুরস্কার পেয়েছেন নায়ক। গলায় ও হাতে পাথর ও সুতোর কাজ করা কালো পাঞ্জাবিতে সেজে উঠেছিলেন বিক্রম চট্টোপাধ্যায়। মোস্ট গ্ল্যামারাস ইউথ আইকন পুরস্কার পেয়েছেন বিক্রম।

অন্য খবর দেখুন

Read More

Latest News