Friday, August 22, 2025
HomeScrollস্নিগ্ধ লুকে শ্রেয়া

স্নিগ্ধ লুকে শ্রেয়া

ওয়েব ডেস্ক: সুরের সম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল(Shreya Ghoshal) । নিজের সুরেলা জাদুতে এবং তাঁর নমনীয় ব্যবহারে সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ ভাইরাল তিনি। মাঝে মধ্যেই নিজের হরেক রকমের লুকের ছবি অনুরাগীদের উদ্দেশে শেয়ার করেন তিনি। এবার একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন গায়িকা, চলুন দেখে নেওয়া যাক সেই ছবি…

আরও পড়ুন: এবার সংসদে দেখানো হবে ‘ছাবা’, দেখবেন মোদিও

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

শুধু সুরের জাদুতেই নয়, নিজের মোহময়ী লুকের জাদুতেও সকলের মনে বিরাজমান শ্রেয়া। আর এবার সাদা আনারকালিতে ধরা দিলেন গায়িকা। সাদা আনারকলিতে সোনালী সিক্যুয়েল কাজ। সঙ্গে গুজরাটি স্টিচের মিরার ওয়ারক। লুককে আপলিফট করতে কানে ঝুমকো, হাতে রুপলি চুরী, এবং আংটি। হাল্কা প্রসাধনী। কপালে ছোট্ট কালো টিপ। দর্শকদের উদ্দেশে ভালোবাসা উজ্জার করতে লাভ সাইন দেওয়া ছবিও তুলেছেন গায়িকা।

দেখুন অন্য খবর

Read More

Latest News