কলকাতা: বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে ছাবা (Chhaava Movie)। কম দিনেই ৫০০ কোটির গণ্ডি টপকে ছিল এই ছবি। বিতর্ক হয়েছে ছবি ঘিরে। মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে ‘খলনায়ক’ হিসেবে দেখানোয় বিতর্কের জন্মও দিয়েছে। যদিও ছবির সাফল্যের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার সংসদে দেখানো হবে ‘ছাবা’। মন্ত্রীদের সঙ্গে সম্ভাজির গৌরবগাথা দেখবেন প্রধানমন্ত্রীও।
আরও পড়ুন: ফুটফুটে সন্তানের জন্ম দিলেন আথিয়া, উচ্ছ্বসিত রাহুল
সূত্রের খবর, ২৭ মার্চ সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে প্রদর্শিত হবে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনকাহিনি উপর নির্মিতছবি ছাবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ-সহ মন্ত্রীসভার সদস্যদের ‘ছাবা’ দেখার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। সেদিন সংসদে উপস্থিত থাকবেন ভিকি কৌশল (Vicky Kaushal) এবং পরিচালক লক্ষ্মণ উতরেকর-সহ সিনেমার বাকি কাস্টিংরাও।
অন্য খবর দেখুন
