Thursday, August 21, 2025
HomeScrollবৈশাখের গরমে ঠান্ডা পানীয়তে গলা ভেজালেন স্বস্তিকা

বৈশাখের গরমে ঠান্ডা পানীয়তে গলা ভেজালেন স্বস্তিকা

কলকাতা: ফিল্টার শব্দটা তাঁর ডিকশেনারিতে নেই ৷ টলিপাড়ায় স্পষ্টবক্তা হিসাবে পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। দুর্গাপুর জংশন (Durgapur Junction) মুক্তির আগে ঘোষণা করেছেন কোনও প্রিমিয়ারে তিনি আর যাবেন না ৷ এর মধ্যে দেখা গেল বৈশাখের তপ্ত দুপুরে ভিড়ের মধ্যে ঠান্ডার পানীয়তে মজেছেন স্বস্তিকা মুখ্যোপাধ্যায় (Swastika Mukherjee)।

মনের কথা প্রকাশ্যে বলতে সংকোচ বা দ্বিধা কোনওটাই করেন না ৷ ট্রোলড নামক বিষয়বস্তুকেও তোয়াক্কা করেন না ৷ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন নিজের ছবির প্রচারে হোক বা অন্যের, কোনও প্রিমিয়ারে তিনি আর যাবেন না। ছকভাঙা জীবনে অভ্যস্ত স্বস্তিকা। আর এখানেই সকলের থেকে তাকে আলাদা করে। অন্যান্য অভিনেত্রীরা ভিড় এড়িয়ে চলেন কিন্তু স্বস্তিকাকে দেখা গেল বাজারে ভিড়ের মধ্যে হাতে ঠাণ্ডা পানীয় নিয়ে। গরমে দিনে পোশাক নির্বাচনে ভুল করেননি। হালকা হলুদ রঙের কটন অভার সাইজ ওয়ান পিস পড়েছেন। গলায় স্কার্ফ, চোখে গাঢ় কাজল। ছবিতে দেখা যাচ্ছে কখনও ফুলের বাজারে তো কখনও দোকানে সামনে দাঁড়িয়ে পানীয়তে চুমুক দিয়েছেন। গরমের খানিক স্বস্তি পেতে ঠান্ডা পানীয়তে মজেছেন স্বস্তিকা।

 

View this post on Instagram

 

A post shared by Parama (@parama_g)

আরও পড়ুন: সুইমিং পুলে উষ্ণতা ছড়ালেন প্রিয়াঙ্কা

অন্য খবর দেখুন

Read More

Latest News