Tuesday, August 26, 2025
HomeScrollউপচে পড়ল হটনেস, বেগম লুকে বোল্ড স্বস্তিকা

উপচে পড়ল হটনেস, বেগম লুকে বোল্ড স্বস্তিকা

কলকাতা: কখনও তিনি বেনারসিতে অপরূপা, আবার কখনও তিনি অরগ্যাঞ্জাতেও তাক লাগিয়েছেন। যেকোনও স্টাইলে তিনি অনন্য। কথা হচ্ছে স্বস্তিকা মুখ্যোপাধ্যায়ের। নয়া লুকে ফের চমকে দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্বস্তিকা এবার এক্কেবারে অন্যরকম সাজে ছবি শেয়ার করলেন। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সৌন্দর্য দেখেই পাগল তাঁর অনুরাগীরা। প্রকাশ পেল তাঁর বোল্ডনেসও!

আরও পড়ুন: রাহুল ফিরতেই আদুরে ছবি পোস্ট আথিয়ার

চিরসবুজ সুন্দরী তিনি। বয়স তাঁর ৪০ পার করলেও দেখে বোঝার উপায় নেই। তাঁর রূপের ছটায় সবার চোখেই ধাঁধা লাগে। সমালোচনাকে তিনি পাত্তা দেন না। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রীর সৌন্দর্যে সবাই যেমন তাঁর প্রশংসা করেন, আবার তাঁর অকপট ও নির্ভীক ব্যক্তিত্বের প্রেমেও পড়েন তাঁর অনুরাগীরা। নাকে নাথনি, মাথায় ঝাপটা, গলায় ভারী হার, ছবি শেয়ার করতে দেখা যায় স্বস্তিকাকে। কালো আনারকলিতে উঁকি দিচ্ছে বক্ষ বিভাজিকা। নয়া লুকে ঝড় তুললেন স্বস্তিকার। ওই ছবিতে বেগম সাজে ধরা দিয়েছেন। ছবি দেখে অনুরাগীরা তাঁকে ভালবাসা ভরিয়েছেন।

অন্য খবর দেখুন

Read More

Latest News