Wednesday, September 3, 2025
Homeবিনোদন'৯০ এর দশকে বাংলা ছবির নায়কের এখন খেতে না পাওয়ার অবস্থা!'

‘৯০ এর দশকে বাংলা ছবির নায়কের এখন খেতে না পাওয়ার অবস্থা!’

কলকাতা: ৯০ দশকে বাংলা ছবির পর্দায় রাত থেকে শুরু করে খলনায়ক(Hero and Anti Hero) বিভিন্ন চরিত্রে দর্শকদের মন কেড়েছিলেন লোকেশ ঘোষের(Lokesh Ghosh) অভিনয়। ১৯৯৬ সালে পরিচালক অঞ্জন চৌধুরীর(Director Anjan Chowdhury) রাজনৈতিক নাটক ‘মুখ্যমন্ত্রী'(Mukhyamantri) দিয়ে বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন লোকেশ।তার আগে বলিউডও কিছু ছোট চরিত্রে তাকে কাজ করতে দেখা গিয়েছিল ছবিতে নায়ক রঞ্জিত মল্লিকের(Ranjit Mullick) নষ্ট ছেলের ভূমিকায় তাকে দেখা গিয়েছিল। একেবারেই ছোট্ট একটি চরিত্র।

আরও পড়ুন:বিমানের ইকোনমি ক্লাসে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত

জানা যাচ্ছে, বাংলা ছবির এক সময়ের এই অভিনেতা এখন নাকি দারুন অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। এমনও শোনা গিয়েছিল যে বাংলা ছবির এককালের নায়ক‌ লরির দালালি করে দিন অতিবাহিত করছেন।
যদিও এ বিষয়ে অভিনেতা লোকেশ ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, ‘আমার বাবার কাছ থেকে এসে আমি যখন স্ট্রাগল শুরু করি, সেই সময় লরির দালালি করতাম। অনেক প্রযোজক আমার ছবিকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন।’
প্রসঙ্গত লোকেশ ঘোষ বড় বউ, রাখি পূর্ণিমা, লোফার, নিয়তি, মস্তান রাজা, ইত্যাদি ছবিতে কাজ করেছেন।
এখন বহু বছর তাকে আর ছবিতে দেখা যায় না। একটি ডিজিটাল মিডিয়ায় তার দুরাবস্থার খবর প্রকাশিত হলে প্রত্যুত্তরে লোকেশ জানান,” ‘আমি নাকি খেতে পাই না আমার এত খারাপ অবস্থা!’ জানিনা এসব তথ্য কোথা থেকে পেয়েছেন! একটু সঠিক তথ্য সংগ্রহ করে লিখবেন”।

 

Read More

Latest News