Wednesday, October 8, 2025
spot_img
HomeJust Inট্রাম্পের নয়া শুল্ক ঘোষণায় কড়া প্রতিক্রিয়া কানাডার

ট্রাম্পের নয়া শুল্ক ঘোষণায় কড়া প্রতিক্রিয়া কানাডার

 ওয়েব ডেস্ক: আমেরিকার (US) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নয়া ঘোষণায় ফের বিশ্বে (The World) অস্থিরতা। সৌজন্যে বুধবার রাতে ট্রাম্পের নির্দেশনামা। তাতে রয়েছে, আমেরিকায় আমদানি করা সব গাড়ি (Car) ও গাড়়ির যন্ত্রাংশে ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। তিন এপ্রিল থেকে তা লাগু হবে। এর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইউরোপীয় কমিশন অসন্তোষ প্রকাশ করেছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এর প্রতিক্রিয়ায় বলেন, তাঁদের দেশের শ্রমিক উপর এটি সরাসরি আঘাত। তিনি বলেন, আমরা আমাদের শ্রমিকদের রক্ষা করব। আমরা সবাই মিলে একে রক্ষা করব। আমরা নিশ্চয় আমাদের কোম্পানিগুলিকে রক্ষা করব। আমরা নিশ্চয় পাল্টা শুল্ক আরোপ করেছি। বাণিজ্য নিয়ে এই বিষয়ে একটি বৈঠকও ডেকেছেন কানাডার প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: আমেরিকার বিদেশি সহায়তা বন্ধ, এইআইভি আক্রান্তদের বিপদ বাড়ছে 

এর প্রভাব পড়বে সারা বিশ্বে। ভারতে টাটা মোটরস, মহিন্দ্রার মতো গাড়ি কোম্পানি রয়েছে। মার্কিন মুলুক যাদের অন্যতম গন্তব্য। জাপান ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চীন তাদের কোনও প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্প ক্ষমতায় আসার পরে একের পর এক  মোড় ঘোরানো সিদ্ধান্ত নিয়েছেন।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News