Sunday, October 5, 2025
spot_img
HomeScrollআগামী আড়াই ঘণ্টায় ধেয়ে আসছে প্রবল ঝড়... কী করবেন... কী করবেন না......

আগামী আড়াই ঘণ্টায় ধেয়ে আসছে প্রবল ঝড়… কী করবেন… কী করবেন না… দেখে নিন বড় আপডেট

ওয়েবডেস্ক- দেশের অস্থির পরিস্থিতির মধ্যে এবার ঘূর্ণিঝড়ের সতর্কতা (Cyclone Alert)  জারি করল আবহাওয়া দফতর (Weather Office) । এই ঘূর্ণিঝড়ের না ‘শক্তি’ (Shakti ) । শ্রীলঙ্কা (Shrilanka)  এই নামকরণ করেছে। হাওয়া অফিস সূত্রে খবর, এই ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করে প্রবল বেগে আছড়ে পড়তে পারে। মে মাসের ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে (Bay Of Bengal)  একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন- স্বস্তিতে ইতি! প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যে, জারি সতর্কতা

এখনও পর্যন্ত ঘুর্ণিঝড়ের কোনও সতর্কবার্তা জারি করা হয়নি বাংলাদেশে। তবে ১৬ থেকে ১৮ মে মধ্যে বঙ্গোপসাগরে যে ঘুর্ণাবর্ত তৈরির আশঙ্কার কথা জানিয়েছিল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। পূর্বাভাস অনুযায়ী, ২৪ থেকে ২৬ ভারতের ওড়িশা ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মাঝে কোনও একটি স্থানে ল্যান্ডফল করতে পারে। তবে পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের ওপর দিয়ে ঘুর্ণিঝড়ের স্থলভাগে প্রবেশ করতে পারে।

দেখুন ভিডিও-

Read More

Latest News